হৃদরোগে আক্রান্ত রেমো ডিসিউজা, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী লিজেল, পাশে পেলেন সলমনকে
First Published Dec 12, 2020, 10:05 AM IST
হৃদরোগে আক্রান্ত বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসিউজা। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও এখন রেমোর অবস্থা অনেকটাই স্থিতিশীল। আইসিইউতেই, চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। যদিও লিজেলকে ডাক্তাররা জানায়, চব্বিশ ঘন্টা না কাটলে কোনও সিদ্ধান্ত নেওয়া এখন সম্ভব যাবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন