- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের মানসিক অবস্থার কথা জানত পরিবার, 'মিথ্যে বয়ান বাবার', আইনি পদক্ষেপের পথে রিয়া
সুশান্তের মানসিক অবস্থার কথা জানত পরিবার, 'মিথ্যে বয়ান বাবার', আইনি পদক্ষেপের পথে রিয়া
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য এখন একাধিক জল্পনার নিরিখে বিতর্কের তুঙ্গে। যেখানে পরিবার ও সুশান্তের প্রেমিকার মধ্যে তীব্র বিবাদই এখন সকলের চোখে ভাইরাল। কখনও বাকযুদ্ধ, কখনও আবার আইনের মারপ্যাঁচ, কে সত্যি কে মিথ্যে, েমনই হাজারও প্রশ্নে এখন জর্জরিত সুশান্ত কেস। সুশান্তের পরিবারের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন রিয়া...

১৬ দফার অভিযোগ দায়ের করেছিলেন সুশান্ত সিং রাজপুতের বাবা। যেখানে স্পষ্ট বলা ছিল সুশান্তের পরিবার জানতই না সুশান্তের মানসিক অবস্থার কথা।
রিয়া চক্রবর্তীর নামে বিহার পুলিশে এমনটাই অভিযোগ করা হয়েছিল। কিন্তু পরিবারের কাছে স্পষ্ট ছিল সুশান্ত অবসাদে ভুগছিলেন।
সম্প্রতি সেই চ্যাটও হাতে আসে। সুশান্তের মানসিক অবস্থা নিয়ে দুই দিদির মধ্যে কথোপকথন। তাঁরা সুশান্তের ওষুধ নিয়ে কথা বলছেন।
অথচ ইডির কাছে তাঁরা জানিয়েছিলেন, যে পরিবারের কাছে সুশান্তের মানসিক অবস্থার অবনতীর কোনও খবরই ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ার উকিল সতীশ মানসিন্দে জানিয়েছেন, রিয়ার নামে মিথ্যাচার করা হচ্ছে। তাই সম্ভবত রিয়া আইনি পদক্ষেপ নিতে পারেন।
দুই দিদিদের মধ্যে প্রেসক্রিপশন নিয়ে কথা হয়। সুশান্তকে তাঁরা ওষুধের নামও পাঠিয়েছিলেন। অবসাদ থেকে বেরতে কী কী করা উচিত, তা নিয়েও কথা হত।
সুশান্তের প্রাক্তণ ম্যানেজার শ্রুতি জানান, তিনি নিজেও কয়েকবার প্রেসক্রিপশনের ছবি পাঠিয়েছেন সুশান্তের দিদিকে।
দিল্লি থেকে ডাক্তারের বিষয়ও খোঁজ খবর রাখতেন তাঁরা। যার ফলে রিয়ার নামে মিথ্যে বলাকেই এখন অস্ত্র করে তোলা হচ্ছে সুশান্তের পরিবারের বিরুদ্ধে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।