- Home
- Entertainment
- Bollywood
- ছয় মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন রিয়া চক্রবর্তী, নারী দিবসে মায়ের হাত চেপে ধরেই শুরু ফাইট ব্যাক
ছয় মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন রিয়া চক্রবর্তী, নারী দিবসে মায়ের হাত চেপে ধরেই শুরু ফাইট ব্যাক
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের জীবনে আসার পরই পাল্টাতে থাকে রিয়া চক্রবর্তীর জীবন। একের পর এক বিগ বাজেটের ছবি সাইন করেছিলেন তিনি।
সুশান্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন, যার ফলে খানিক হলেও লাইম লাইটের আওতায় আসা। তার পরের একটা বছর আজও রহস্য।
কে দোষী, কে নির্দোষ, সুশান্ত আত্মহত্যা আজও হাজার হাজার মানুষের মনে রহস্য হয়েই থেকে গিয়েছে।
তারপরই শুরু হয়ে নয়া ঝড়। মাদক কাণ্ড থেকে শুরু করে সুশান্তের হত্যাকারী, একাধিক তকমা নিয়ে দিন কাটানো শুরু।
রাত্রীবাস হয় জেলে। পরিবারের সকলেই ভেঙে পড়েছিলেন, প্রাথমিকভাবে মুখ খুললেও একটা সময়ের পর নিজেকে গুঁটিয়ে নেয় রিয়া।
শেষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছয় মাস আগে। পরিবারের হেনস্তার ছবি তুলে ধরেছিলেন তিনি।
এই সময় রিয়া চক্রবর্তীর মা আগলে রেখেছিলেন মেয়েকে। একাধিকবার কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, আমি ভয় পাই আমার মেয়েটা কিছু করে না ফেলে।
মায়ের সেই দুঃসময় পাশে থাকাটাই শক্তি জুগিয়েছে রিয়াকে। তাই আবারও ফিরে এলেন তিনি সোশ্যাল দুনিয়ায়।
নারী দিবসে মায়ের হাত চেপে ধরে ছবি পোস্ট করলেন রিয়া। জানালেন নিজের মনে কোণে জমে থাকা শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা।
মুহূর্তে তা নজর কাড়ল নেট দুনিয়ার। আবারও ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী।