- Home
- Entertainment
- Bollywood
- ঠিক ১০টায় জেলে হাজিরা, রিয়াকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, একই সঙ্গে জেলের পথে শৌভিক-স্যামুয়েল
ঠিক ১০টায় জেলে হাজিরা, রিয়াকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, একই সঙ্গে জেলের পথে শৌভিক-স্যামুয়েল
- FB
- TW
- Linkdin
বাইকুল্লা জেলই হতে চলেছে রিয়ার আগামী ১৩ দিনের ঠিকানা। বুধবার সকালেই তাঁকে নিয়ে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে।
এদিন আবারও রিয়ার উকিল মানসিন্দে চেষ্টা করবেন বেল করানোর। বেলা ১১টায় আবারও আদালতে হাজির হলেন মানসিন্দে।
কিন্তু তার আগেই জেলে ঢুকিয়ে দেওয়া হবে রিয়া চক্রবর্তীকে। কেবল তিনিই নন, এদিন শৌভিক, মিরান্ডা ও দীপেশকেও জেলে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার রাতেই জামিনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু রিয়ার নামে যে যে ধারায় অভিযোগ তাতে সাধারণত বেল পাওয়া কষ্টসাধ্য।
এনসিবি-র অফিস থেকে বাইকুল্লা জেল মাত্র পাঁচ কিলোমিটারের দূরে। এক সঙ্গেই সকলকে নিয়ে যাওয়া হবে, চলছে তারই প্রস্তুতি।
ড্রাগ রিয়া নেন না, কিন্তু তার বদলে রিয়া যা যা স্বীকার করেছেন, তা এক কথায় আরও বেশি ভয়াবহ।
তিনি মাদক পাচার করতেন, তা থেকে আয় করতেন, কিনতেন। মাদক সরবরাহের সঙ্গে যুক্ত থাকার ফলেই মিলছে না জামিন।
যদিও চেষ্টা বন্ধ করতে নারাজ মানসিন্দে। ইতিমধ্যেই তিনি একাধিক জায়গায় করা বলেছেন। বুধবার সকালেও তিনি রিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। যদিও তা ব্যর্থ হয়।