- Home
- Entertainment
- Bollywood
- ১.১ আইএমডিবি রেটিং, বলিউডের 'জঘন্যতম' ছবির তকমা পেল আলিয়া-মহেশের ছবি সড়ক টু
১.১ আইএমডিবি রেটিং, বলিউডের 'জঘন্যতম' ছবির তকমা পেল আলিয়া-মহেশের ছবি সড়ক টু
- FB
- TW
- Linkdin
৯৮৫০ এরও বেশি ভোট পেয়ে আইএমডিবি-তে ১.১ রেটিং পেয়েছে ১০-এ। ট্রেলারের মত ছবিটির রেটিংও গড়ল রেকর্ড।
এতদিন অজয় দেবগণের ছবি হিম্মতওয়ালা পেয়েছিল ১.৭ রেটিং। রাম গোপাল বর্মার আগ পেয়েছিল ১.৭।
অভিষেক বচ্চনের দ্রোণা এবং হিমেশ রেশামিয়ার কর্জ পেয়েছিল ২। এই ছবির রেটিংগুলি থেকেও খারাপ রেটিং পেল সড়ক টু।
শুক্রবার অর্থাৎ ২৮ অগাস্ট ৭:৩০ নাগাদ হটস্টারে প্রিমিয়ার হয় সড়ক টু। যার পরই একের পর এক খারাপ রিভিউ দিতে থাকে নেটিজেনরা।
মহেশ ভাটের ছবি, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত এবং আদিত্য রায় কাপুর রয়েছেন মুখ্য ভূমিকায়।
কোনও স্টারকিডই বাঁচাতে পারেনি ছবিটিকে। সুশান্ত ভক্তদের রোষে সম্পূর্ণ রূপে মুখ থুবড়ে পড়ল ছবিটি।
১২ অগাস্ট ছবিটির ট্রেলার মুক্তি পায়। যার পর ১২ মিলিয়ন ডিজলাইক এসে ভারতের সবচেয়ে ডিজলাইকড ভিডিও তৈরি হয়।
জাস্টিন বিবারের বেবি গানে এতদিন ছিল সবচেয়ে বেশি ডিজলাইকের সংখ্যা। তাকেও ছাঁপিয়ে গিয়েছে সড়ক টু।
সুশান্তের মৃত্যুতে মহেশ ভাটের নাম জড়ায়। তাতেই রীতিমত ফুঁসতে থাকে সুশান্ত ভক্তরা।
অন্যদিকে রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের অবৈধ সম্পর্কের অভিযোগও তোলে একাধিক দেশাবাসী।
যার জেরে সড়ক টু-কে ফ্লপ করানোর একরকম দায়িত্ব নিয়ে বসেছিল সাইবারবাসীরা। যা অবশেষে সম্ভবও হল।