সারার পাশে রয়েছেন সইফ, গুজব উড়িয়ে সাফ জানিয়ে দিলেন নবাবপুত্র
- FB
- TW
- Linkdin
রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে এসেছিল মাদক চক্রে ২৫ তারকার নাম। যার মধ্যে ছিল সইফ কন্যা সারার নাম।
রাতারাতি সমন পাঠিয়েছিল এনসিবি। সময় মত হাজির হয়েছিলেন তিনি। কিন্তু কোথায় তাঁর পরিবার, বাবা সইফ, উঠেছিল প্রশ্ন।
মুহূর্তে ছড়িয়েছিল জল্পনা, সইফ ত্যাগ করেছেন সারাকে। তাই বিপদের দিনে নেই তিনি পাশে। মুখও খোলেননি মাদক কাণ্ডে।
তখন সইফ করিনার সঙ্গে লাল সিং চাড্ডা ছবির শ্যুটে ব্যস্ত। তাঁকে দেখভাল করার জন্যই গিয়েছিলেন সইফ।
তবে এই সকল জল্পনা উড়িয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন সইফ আলি খান। জানালেন, তিনি তিন সন্তানকেই সমান ভালোবাসেন।
কেউ কম কেউ বেশি নয়। সারার অভাব কখনও মেটাতে পারবে না তৈমুর, তৈমুরের জায়গা কখনও নিতে পারবে না সারা।
তিনি জানান যতটা সময় তিনিন তৈমুরের সঙ্গে খেলে উপভোগ করেন, ঠিক ততটাই সারা ও ইব্রাহিমকে খাবারের টেবিলে পেয়ে আনন্দ পান তিনি।
যদিও এবারও সারা ও মাদকচক্র নিয়ে কিন্তু তিনি একটা শব্দও বলেননি।