- Home
- Entertainment
- Bollywood
- মারাত্মক রোগ থেকে চরম হতাশায় ভুগছেন সায়রা বানু, অ্যাঞ্জিওগ্রাফি করতেও রাজি নন দিলীপ পত্নী
মারাত্মক রোগ থেকে চরম হতাশায় ভুগছেন সায়রা বানু, অ্যাঞ্জিওগ্রাফি করতেও রাজি নন দিলীপ পত্নী
- FB
- TW
- Linkdin
হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন আগেই থেকে শরীর খারাপ ছিল সায়রা বানুর।
উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং উদ্বেগের কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সায়রা বানুকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে দিলীপ জায়াকে।
হাসপাতাল সূত্রে খবর, হার্টের সমস্যা ধরা পড়েছে সায়রা বানুর। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে সায়রা বানুকে, তেমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। তবে অ্যাঞ্জিওগ্রাফি করতে মোটেই রাজি নন সায়রা বানু।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং হার্টের সমস্যা এই দুই কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন সায়রা বানু।
সায়রা বানুর কার্ডিয়াক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে এবং সেখানেই তার অ্যাকিউট করোনারি সিনড্রোম ধরা পড়েছে। সঙ্গে সঙ্গেই করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু তাতে মোটেই রাজি হচ্ছেন না সায়রা বানু। তিনি সম্মতি না দিলে তা করাও সম্ভব নয় বলেই জানিয়েছেন হিন্দুজা হাসপাতালের চিকিৎসকরা।
গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। তারপর থেকই চোখে নেই ঘুম, দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছেন সায়রা বানু। এখনও আইসিইউ-তেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই সাধারণ রুমে স্থানান্তরিত করা হবে সায়রা বানুকে। বারংবার বাড়ি ফিরতে চাইছেন সায়রা বানু।
গত জুলাই মাসেই সায়রা বানুকে ছেড়ে চলে গেছেন বলিউডের ট্র্যাজেডি কিং তথা বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এবার অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দুই মাস কাটতে না কাটতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিলীপ কুমার পত্নী সায়রা বানু। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই হতাশা গ্রাস করেছে সায়রা বানুকে।
২২ বছরের ছোট সায়রা বানুকে ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্যে পাঁচ দশকের সঙ্গীকে একা রেখেই চলে গেলেন বলিউডের ট্র্যাজেডি কিং।পাঁচ দশকের সঙ্গীকে নিয়ে একাই দিব্যি ছিলেন দিলীপ কুমার। দীর্ঘদিনের সংসারে ছিল না কোনও সন্তান। তারপরও ছিল না আক্ষেপ। একে অপরকে আগলে রাখতেন দুজনে।
'সাহাবকে ছাড়া আমার জীবন অর্থহীন, আমি আর কোনওকিছুই ভাবতে পারছি না। ভগবান আমার বেঁচে থাকার রসদটাও কেড়ে নিল'। দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিজের মনেই একই কথা আওরাচ্ছিলেন দিলীপ জায়া সায়রা বানু।
এবার ওই একই হাসপাতালে ভর্তি হয়েছেন সায়রা বানু। তবে বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক অসুস্থতার খবর শুনে রীতিমতো উদ্বিগ্ন বলিমহল তথা তার অনুরাগীরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।