- Home
- Entertainment
- Bollywood
- প্রতি মাসে হয়ে যেতে পারে একটি করে বিদেশ ভ্রমণ, অনুষ্কা-বিরাটের দেহরক্ষীর আকাশ ছোঁয়া মাইনে
প্রতি মাসে হয়ে যেতে পারে একটি করে বিদেশ ভ্রমণ, অনুষ্কা-বিরাটের দেহরক্ষীর আকাশ ছোঁয়া মাইনে
- FB
- TW
- Linkdin
পুরো নাম প্রকাশ সিং। অনুষ্কা শর্মার সঙ্গে আছেন তাঁর কেরিয়ারের একেবারে প্রথম থেকেই। প্রায় ৯ বছর ধরে অনুষ্কার দেহরক্ষী হিসেবে কাজ করছেন সোনু।
অনুষ্কা যেখানে সোনুও সেখানে। নিজের পরিবারের সঙ্গে দেখা হয়না বহুদিন। দেশে বিদেশের অনুষ্কার সর্বক্ষণের ছায়াসঙ্গী এই দেহরক্ষী।
অনুষ্কা যেখানে সোনুও সেখানে। নিজের পরিবারের সঙ্গে দেখা হয়না বহুদিন। দেশে বিদেশের অনুষ্কার সর্বক্ষণের ছায়াসঙ্গী এই দেহরক্ষী।
শত ব্যস্ততার মধ্যেও কখনও সোনুর জন্মদিন পালন করতে ভলেননি অনুস্কা। একবার জিরোর সেটে খুবই ব্যাস্ত ছিলেন অভিনেত্রী। সেই দিন ছিল সোনুর জন্মদিন। শুটিং-এর ব্যাস্ততাকে কাটিয়ে সেটের সকলকে সঙ্গে নিয়েই ওই দিন সোনুর জন্মদিন পালন করেন অনুস্কা।
অনুস্কার বিয়ের পর স্বামীর দায়িত্বও ঘাড়ে এসে পরে সোনুর। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সুরক্ষার দায়িত্বও এখন তাঁর।
অনুস্কা যখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময় শুধুমাত্র দেহরক্ষী নয়, একজন প্রকৃত বন্ধু হিসেবে অনুস্কার পাশে ছিলেন সোনু।
এখন প্রশ্ন সোনুর মাইনে কত? শুনলে চমকে যাবেন আপনিও। লজ্জা পাবেন বড় বড় কোম্পানির সিইও-রাও।
অনুস্কা এবং বিরাটের দেহরক্ষীর দায়িত্ব পালন করার জন্য বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা পান সোনু। অর্থাৎ প্রতিমাসে ১০ লক্ষ টাকা।