'আমি এমনই এক পুরস্কার যা কেউ নিতে চায় না', মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক সলমন
- FB
- TW
- Linkdin
অধিকাংশ পুরস্কারের মঞ্চেই সলমন খানকে এক সময় পাওয়া যেত সঞ্চালক হিসেবে। এমনই এক সন্ধ্যায় অরিজিৎ সিং-এর সঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন ভাইজান।
এবার পালা আয়ুষ্মান খুরানা। তবে তাঁর সঙ্গে বচসা তো পরের কথা। তাঁর আগে ভাইজান যা বললেন তাতে সকলেরই চোখ উঠল কপালেন।
একাধিকবার ঐশ্বর্য সলমন খানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যে তিনি মানসিক ও শারীরিকভাবে আঘাত হেনে থাকেন।
সেই কথাটা কী কোথাও গিয়ে সলমন খানও মনে করেন, যে তিনি মোটেও মেয়েদের স্বাস্থ্যের পক্ষে ভালো নন। তাই কী আজও তাঁর বিয়ের ইচ্ছেপূরণ হল না!
একাধিক প্রশ্ন উষ্কে সামনে এল সলমন খানের মন্তব্য। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি জানালেন কেন কোনও নমিনেশনে নেই তাঁর নাম।
সান্তনা দিতে পাশ থেকে এক অভিনেত্রী বলে উঠলেন, তিনি নিজেই একটা পুরস্কার। উত্তর শোনা মাত্রই সলমন খানের জবাব, যা কেউ বাড়ি নিয়ে যেতে চায় না।
এরপরই আসে আয়ুষ্মান খুরানার পালা। তাঁকে নিয়ে শুরু করে দেন সলমন খান। পানি দা গানের জন্য। পুরস্কার পেয়েছিলেন তিনি।
প্রশ্ন করেন সলমন খান, ভাই তুই গানও গাস...বলে গানের সঙ্গে গুণগুণ করেন তিনি। আয়ুষ্মান বলেন, এটাই পুরষ্কার যে আপনি আমার গান গাইছেন।
পাল্টা উত্তরে সলমন খান জানান, আমার এত খারাপ দিন চলে এলো, আমি এটা কী করলাম। আজও নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও।