- Home
- Entertainment
- Bollywood
- শাহরুখ খানের অর্ধেকও নয় সলমন খানের সম্পত্তির পরিমাণ, বর্তমানে কত কোটিতে পিছিয়ে ভাইজান
শাহরুখ খানের অর্ধেকও নয় সলমন খানের সম্পত্তির পরিমাণ, বর্তমানে কত কোটিতে পিছিয়ে ভাইজান
- FB
- TW
- Linkdin
সলমন খান, তিন খানের মধ্যে সব থেকে বেশি ভক্তদের মনে আলোড়নের সৃষ্টি করে তা বলাই বাহুল্য। এই খানের ভক্তরা প্রথম দিনই ছবিকে বক্স অফিসে সেরা করে তুলতে পিছু পা হয় না।
অথচ সব তারকার জার্নিটাই শুরু হয় একদম শূণ্য থেকে। তবে সলমন খান স্টারকিড। তাই তাঁর ক্ষেত্রে অর্থের পরিমানটা ছিল সময়ের তুলনাতে ঠিক ঠাক।
প্রথম ছবি করে সলমন খান পেয়েছিলেন মোট ৩০ হাজার টাকা। বর্তমানে সলমন খানের আয় শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। মাসেই রোজগার করেন তিনি গড়ে ২০ কোটি টাকা।
সস্প্রতি প্রকাশ্যে আসা এক রিপোর্ট অনুযায়ী সলমন খান বছরে আয় করেন ২০০ কোটি টাকা। বর্তমানে তাঁর আর্থিক সম্পত্তির পরিমাণ ২৩০৪ কোটি টাকা।
এই রোজগারের বেশির ভাগটাই আসে সলমন খানের বিজ্ঞাপন, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থাকা ও ছবি থেকে।
ভারতে বক্স অফিস হিটের সেরার তালিকাতে থাকা অধিকাংশ ছবিই ভাইজানের। সলমন খান থাকেন গ্যালাক্সি নামক অ্যাপার্টমেন্টে, যার বর্তমান দাম ১৫০ কোটি টাকা।
সলমন খানের বাইক খুব পছন্দের। তাই নিজের সংগ্রহে রেখেছেন সুজুকি, ইয়ামহা, ব্র্যান্ডের একাধিক বাইক।
পাশাপাশি গাড়ির তালিকাও কম নয়। গাড়ির মধ্যে রয়েছে অডি, বিএমডাব্লিউ, জাগুয়ার প্রভৃতি। সলমন তাঁর অর্থের বেশ কিছুটা অংশ নিজের সম্পত্তি কেনার খাতে লাগিয়ে থাকেন নিয়ম মাফিক।
তবে শাহরুখানের থেকে তাঁর তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০০ কোটি টাকা কম।