- Home
- Entertainment
- Bollywood
- শাহরুখের টাকা ফিরিয়ে দিলেন সলমন, আগামী ছবি ঘিরে কী এমন ঘটল খানস্টারদের মধ্যে
শাহরুখের টাকা ফিরিয়ে দিলেন সলমন, আগামী ছবি ঘিরে কী এমন ঘটল খানস্টারদের মধ্যে
শাহরুখ খানের দেওয়া টাকা ফিরিয়ে দিলেন সলমন খান। সম্প্রতি এমনি খবর রটেগেল বিটাউনে। আসল ঘটনাটা ঠিক কী, কীসের টাকা, কেনই বা তা দিতে চেয়েছিলেন শাহরুখ খান! বলিউডের সম্প্রতি ঘটে যাওয়া এই টাটকা খবরে এবার নজর।

খানেদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রকাশ্যেই তাঁরা একে অন্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তেন।
তবে বর্তমানে সেই সমীকরণে বেশ কিছুটা ফারাক লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি তিন খানই একে অন্যের প্রতি সৌজন্যতা দেখিয়ে থাকেন।
এক পার্টিতে শাহরুখ খান ও সলমন খান একে অন্যকে জড়িয়ে ধরার পর থেকেই এদের মধ্যে থাকা সম্পর্ক নিয়ে বেজায় খুশি ভক্তমহল।
তবে কেন শাহরুখের দেওয়া টাকা ফিরিয়ে দিলেন সলমন খান। তবে কি তিনি শাহরুখের ওপর এখনও রেগে রয়েছেন।
না, বরং বিষয়টা ঠিক এর উল্টোটাই হল। এখন দুজনের মধ্যে থাকা সৌজন্য বেশ নজর কাড়া।
বেশ কয়েকবছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ছবির নাম পাঠান।
সেই ছবিতেই দেখা যাবে আমির খান ও সলমন খানকে অতিথি তারকা হিসেবে। সেই কারণেই পারিশ্রমিক দিতে চেয়েছিলেন শাহরুখ।
কিন্তু খানের হয়ে এই কাজ করে তিনি কোনও টাকাই নেবেন না, এমনটাই সাফ জানিয়ে দিলেন সলমন খান।
যা প্রকাশ্যে আসার পর দুই খানের ভক্তমহলেই জল্পনা তুঙ্গে। এবার তবে গলায় গলায় বন্ধুতের পালা!
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।