- Home
- Entertainment
- Bollywood
- ধর্ষণ থেকে খুনের হুমকি, অভিযোগে বিদ্ধ 'খান'দান, এবার ক্ষোভ উগরে দিলেন সেলিম খান
ধর্ষণ থেকে খুনের হুমকি, অভিযোগে বিদ্ধ 'খান'দান, এবার ক্ষোভ উগরে দিলেন সেলিম খান
- FB
- TW
- Linkdin
সুশান্তের মৃত্যু যেন গোটা বি-টাউনকে নড়িয়ে দিয়ে গেছে। তার মৃত্যুকে কেন্দ্র করেই বলিউডের অন্ধকার দিক গুলি ক্রমশ বেরিয়ে আসছে। আর সবার প্রথমেই উঠে আসছে সলমন খানের নাম।
একাধিক অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। খান পরিবারের উপর একের পর এক অভিযোগ উঠে আসছে।
সম্প্রতি অভিনব কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় সলমনকে বয়কটের দাবি তুলেছেন। শুধু তাই নয়, সলমন ও তার ভাই আরবাজ ও সোহেল খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন অনুরাগের দাদা।
অভিনব জানিয়েছেন, সলমন খান ও তার ভাইয়েরা মিলে তার কেরিয়ারটা নষ্ট করে দিতে চেয়েছিলেন। এমনকী অনুভবকে খুনের হুমকি ও তার পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি ও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
তিনি জানিয়েছন, দাবাং ২ তৈরির সময় আরবাজ খান ও সোহেল খানই তার কেরিয়ার ধ্বংসের জন্য দায়ী ছিলেন। তিনি যে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে গেছেন সেখানেই হাজির হয়ে গেছিল খান ভাইয়েরা।
নিজের কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও ধ্বংস করার চেষ্টা চালিয়েছিলেন খানেরা। বিস্ফোরক অভিযোগ অভিনব-এর। দাবাং-এর পর খেকে জোর শোরগোল শুরু হয়েছিল বি-টাউনে।
খান পরিবারের উপর আনা একাধিক মন্তব্যের পর সলমনের বাবা সেলিম খান এবার মুখ খুলেছেন। সেলিম খান জানিয়েছেন, অভিনব তার পরিবারের নাম টেনে এনেছেন। অভিনবের যা ইচ্ছা তাই করুক, যা খুশি তাই বলুক। এই বিষয়ে মন্তব্য করে তিনি নিজের কোনও সময় নষ্ট করতে চান না।
এখানেই শেষ নয়, সলমন, আরবাজের পাশাপাশি রশিদ খান ও ঠাকুরদার নামেও যেন অভিনব অভিযোগ করেন, এমন মন্তব্য করতেও শোনা গেছে সলমনের বাবা সেলিম খানকে।
সুশান্তের মৃত্যু নিয়েও অনুভব লিখেছেন,আমি সরকারের কাছে আবেদন করছি বিস্তারিত তদন্ত শুরু করার জন্য। সুশান্তের আত্মারও শান্তি কামনা করেছেন অভিনব।
অভিনব আরও জানিয়েছেন,গত দশ বছরে আমার প্রকৃত শত্রু কারা সেটা আমি জানতে পেরেছি।