- Home
- Entertainment
- Bollywood
- করিনাকে বিয়ে করছি, মেয়েকে সইফ বলার পরই এ কী প্রশ্ন করেছিলেন সারা, খোলসা করলেন নিজেই
করিনাকে বিয়ে করছি, মেয়েকে সইফ বলার পরই এ কী প্রশ্ন করেছিলেন সারা, খোলসা করলেন নিজেই
- FB
- TW
- Linkdin
করিনা কাপুর, বলিউডে প্রথম ঝড় তুলেছিলেন পু লুকে, করিনার ভক্তদের সেই দৃশ্য ভোলার কথা নয়, ছবির না কাভি খুশি কাভি গম।
সারা আলি খানও ভোলেননি। তাঁকে বলা হয়েছিল করিনা কাপুরের সেই লুকেই তিনি ফ্যান হয়ে গিয়েছিলেন করিনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সারা।
সেখানেই সারা সাফ জানিয়েছিলেন, যখন তিনি প্রথম জানতে পারেন করিনা কাপুরকে সইফ বিয়ে করতে চলেছেন, তখন তাঁর প্রতিক্রিয়া কী হয়।
সারার কথায় তাঁর বাবা তাঁর থেকে কোনও দিন কিছুই লোকাতেন না। সব সময় সব কিছু শেয়ার করতেন। সেবারও তেমনটাই করেছিলেন।
সইফ নিজে এসে সারাকে জানিয়েছিলেন যে, তিনি করিনা কাপুরকে বিয়ে করতে চলেছেন। শুনে সারার মনে এসেছিল একটাই প্রশ্ন!
তিনি বিয়েতে কী পড়বেন। মানে তাঁর ড্রিম অভিনেত্রী, বলিউড ডিভা করিনা তাঁর পরিবারে আসতে চলেছে।
এই বিষয় সারার মাও ছিলেন খুব খোলামেলা। সারা নিজেই বলেন, তাঁর মায়ের কাছে ছুঁটে গিয়েছিলেন তিনি, একটাই প্রশ্ন করতে, তিনি কি পরবেন।
অমৃতাও সারার সঙ্গে ভাবতে বসে গিয়েছিলেন, ঠিকই তো কি পরানো যায় সারাকে, এভাবেই তিনি সেলিব্রেট করেছিলেন তাঁর পরিবারে বেবোর প্রবেশ।
সইফের জীবনে যখন করিনা আসে, অনেকেরই মনে প্রশ্ন ছিল করিনাকে কীভাবে গ্রহণ করবে সইফের সন্তানেরা। তখনই সামনে আসে খবর, সারা নিজেই বাবাকে সাহায্য করছে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে।
কোনও দিন কখনও আপত্তি আসেনি পরিবার থেকে। কখনও সমস্যা সৃষ্টি করেনি সারা ও তাঁর ভাই ইব্রাহিম। এখনও তিনি ঠিক ততটাই আইডম মনে করেন করিনাকে।