- Home
- Entertainment
- Bollywood
- বলিউডের রঙিন জুটি, শাহরুখ-গৌরীর এ কী হাল, রঙে ভিজে পার্ফেক্ট ফ্রেমে লাভবার্ড, ২১ বছর আগের ছবি ঘিরে উত্তেজনা
বলিউডের রঙিন জুটি, শাহরুখ-গৌরীর এ কী হাল, রঙে ভিজে পার্ফেক্ট ফ্রেমে লাভবার্ড, ২১ বছর আগের ছবি ঘিরে উত্তেজনা
- FB
- TW
- Linkdin
এক কথায় বলতে গেলে লাভ বার্ডই বটে। একে অন্যের সঙ্গে যেভাবে কঠিন সময় পার করেছেন এই জুটি তা বলাই বাহুল্য।
কোনও স্থায়ী ঠিকানা ছাড়াই শাহরুখ খানকে বিয়ে করেছিলেন গৌরী। বন্ধুর দেওয়া আশ্রয়েই কাটত দিন।
কখনও ভালো সময় কখনও আবার কঠিন, ফুলশয্যার রাতেই শাহরুখকে কাছে পায়নি গৌরী।
কিন্তু কোনও দিন এই জুটি একে অন্যের হাত ছাড়ার কথা ভাবেননি। যদিও পরিস্থিতিত তৈরি হয়েছিল একাধিকবার।
প্রিয়ঙ্কার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পর সামনে আসে শাহরুখ খান ক্রমেই তাঁর দিকে ঝুঁকছেন। কিন্তু সেই পরিস্থিতি শক্ত হাতে সামাল দিয়েছিলেন গৌরী।
প্রথম থেকেই এই জুটি ছিল নজরে পড়ার মত। শাহরুখও বরাবর ছিলেন প্রাণখোলা মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি বেশ খানিকটা পাল্টে ফেলেছেন সুপারস্টার।
তবে হোলি আসা মানেই ভক্তদের নজরে স্টারদের সেলিব্রেশন। আর সেই সূত্রেই শাহরুখ ভক্তরা মেতে উঠলেন পুরোনো এক ভিডিওতে।
২১ বছর আগের কথা, গৌরীর সঙ্গে তখন শাহরুখের সদ্য ঘর পাতা। তখনই তিনি মেতে উঠলেন কিং খানের সঙ্গে।
ঝড়ের বেগে ভাইরাল হয়ে উঠেছিল এই জুটির রঙ খেলার ছবি। এ কোন লুকে ধরা দিলেন তাঁরা।
রঙে চপচপে হয়ে মাটিতে বসেই নাচ, সেলিব্রেশন বলে একেই। ঝড়ের বেগে ভাইরাল ছবি।
বর্তমানে এভাবে রঙ খেলা সেলেব মহলে খুব একটা দেখা যায় না। যদি রঙ দেখে নিজেকে সামলানো বেশ মুশকিল।