- Home
- Entertainment
- Bollywood
- DDLJ -তে অভিনয় করতে নারাজ ছিলেন শাহরুখ, কাজল নয়, সলমন আমিরের জন্যই এই সিদ্ধান্ত, কেন
DDLJ -তে অভিনয় করতে নারাজ ছিলেন শাহরুখ, কাজল নয়, সলমন আমিরের জন্যই এই সিদ্ধান্ত, কেন
- FB
- TW
- Linkdin
রোম্যান্টিক হিরোর এখন একটাই সমার্থক শব্দ, তা হল কিং খান। রোম্যান্সে বুঁদ হয়ে থাকা এই সুপারস্টার মোটেও চাননি রোম্যান্সে ঝড় তুলতে।
বিষয়টা ঠিক কেমন! শাহরুখ খানের রোম্যান্টি হিরো হয়ে ওঠার জন্য প্রথম পদক্ষেপই ছিল ডিডিএলজে। এই ছবি ভাগ্য ঘোরায় তাঁর।
তবে এই ছবির প্রস্তাব পাওয়া মাত্রই শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি করতে পারবেন না এমন গল্পে কাজ। জানিয়েছিলেন কারণও।
তবে কাজলকে নিয়ে ছিল না কোনও সমস্যা। বাজিগর ছবি করার পর শাহরুখ চাননি কাজলের সঙ্গে আর কাজ করতে।
এমন কি আমির খানকে নিজেই জানিয়েছিলেন কাজলকে যেন তিনি ছবিতে না নেন। তবে কিছু দিনের মধ্যেই ভেঙে যায় সব ভুল।
এবার বাধা হয়ে দাঁড়ায় আমির খান ও সলমন খান। তিন খানই তখন চুটিয়ে সিনেমা করছেন। শাহরুখ খান জানিয়েছিলেন তিনি রোম্যান্টি হিরো হবেন না।
কারণ রোম্যান্টিক ছবি আমির ও সলমন খান করছে। একই জ্যঁরে ছবি করতে চাননি তিনি। মনে করেছিলেন এতে তিনি কম্পিটিশনে দাঁড়াতে পারবেন না।
কিন্তু বিষয়টা হয় উল্টো। সেই যে রোম্যান্টি সফর শুরু হয় কিং খানের, তারপর থেকে পথটা একই থাকে। আর ফিরে তাকাননি কিং খান।
এর পাশাপাশি পড়ুয়াদেরও সতর্ক হতে হবে। বন্ধুদের সঙ্গে এক জায়গায় বসে কথা বলা গল্প করা আর নয়।