- Home
- Entertainment
- Bollywood
- গৌরী কোনও দিনই একজন ভালো মা হয়ে উঠতে পারবেন না, চিন্তায় রাতের ঘুম উড়েছিল শাহরুখের
গৌরী কোনও দিনই একজন ভালো মা হয়ে উঠতে পারবেন না, চিন্তায় রাতের ঘুম উড়েছিল শাহরুখের
- FB
- TW
- Linkdin
নানা সমস্যা-জটিলতা ও ঝড় সহ্য করে তবেই আজ কষ্টিপাথর হয়ে উঠেছে শাহরুখ ও গৌরীর সম্পর্ক। প্রথম থেকেই একে অন্যের জন্য নিজেকে ভেঙে গড়েছেন বারে বারে।
যা একাধিকবার স্বীকার করেন থাকেন শাহরুখ খান। তাঁর কথায় পর্দায় তিনি রোম্যান্সের কিং হতে পারেন।
তবে বাস্তবে সংসার ধরে রাখা থেকে শুরু করে তাঁকে আগলে রাখা, সবটাই করে এসেছেন গৌরী। এক সাক্ষাৎকারে শাহরুখ তেমনটাই জানান দর্শকদের।
বারে বারে গৌরী নিজেকে ভেঙে গড়ে প্রমাণ করেছেন, যে তিনি সংসারটাই করতে চেছেন। যদিও গৌরী প্রথম থেকেই জানিয়েছিলেন তিনি কোনও স্টারের স্ত্রীর পরিচয় বাঁচতে পারবেন না।
আর সেই কথা মাথায় রেখেই তিনি তৈরি করেছেন নিজের পরিচিতি। যা আজও সকলের নজরে সেরা।
তবে সন্তান আসার আগে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন শাহরুখ খান। সাধারণত মেয়েরা বাচ্চা খুব ভালোবাসে।
কিন্তু গৌরী ঠিক তেমনটা ছিল না। খুব একটা শিশুদের সঙ্গে তাঁকে মিলে মিশে থাকতে দেখা যেত না।
তাই শারুহখ ভেবেছিলেন যে, গৌরী খুব একটা ভালো মা হয়ে উঠতে পারবেন না। যার ফলে সমস্যা দেখা দিতে পারে সন্তানদের মধ্যে।
কিন্তু শাহরুখকে ভুল প্রমাণ করেছিলেন গৌরী। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, যে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুযায়ী তিনি নিজেকে বদলাতে জানেন।
তিনি ব্যালেন্স জানেন খুব ভালো। মধ্যবিত্ত পরিবারের মায়েদের মতই সন্তানদের শাসন, উপদেশ ও প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থেকেছে গৌরী।