- Home
- Entertainment
- Bollywood
- গৌরী কি মৃত্যু শয্যায়, কখন ভেবে বুক কেঁপেছিল শাহরুখের, ধরেই নিয়েছিলেন গৌরী মারা যাবেন
গৌরী কি মৃত্যু শয্যায়, কখন ভেবে বুক কেঁপেছিল শাহরুখের, ধরেই নিয়েছিলেন গৌরী মারা যাবেন
- FB
- TW
- Linkdin
শাহরুখ খান ও গৌরী খানের মধ্যে থাকা সম্পর্কের গভীরতা একটাই মজবুত যে কোনও কারণেই ভাঙতে পারে না। আর শাহরুখ খানও তা মেনে নিতে পারবেন না।
তবে জীবনের শুরুতেই এত ঝড় দেখেছেন শাহরুখ খান, যে একটা সময়ের পর তিনি যে কোনও পরিস্থিতিতেই ভয় পেয়ে যেতেন।
একবার প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেতা, তিনি রীতিমত ভয় পেয়েছিলেন, গৌরী খান হয়তো মারা যাবেন।
তখন গৌরী হাসপাতালে ভর্তি আরিয়ন হবে। এর আগে গৌরীর একবার মিসক্যারেজ হয়। শাহরুখ খানের কথায় তিনি কোনওদিন গৌরীকে অসুস্থ দেখেননি।
তাই গৌরীকে হাসপাতালে ওই অবস্থায় দেখে ভয়ে পেয়ে গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, হাসপাতাল তাঁর বাবাকে কেড়ে নিয়েছে।
মাত্র ১৫ বছর বয়সে পরিবারের ভার কাঁধে তুলেনিয়েছিলেন তিনি। তাই হাসপাতাল তাঁর পছন্দের ছিল না। তিনি ভেবেছিলেন সকলের মত, গৌরীকেও হারিয়ে ফেলবেন তিনি।
তাই সেই সময়টা টেনশনেই কেটেছিল শাহরুখের, সন্তান হওয়ার টেনশন নয়, গৌরীর মৃত্যুর চিন্তা, তাঁকে তারিয়ে নিয়ে বেড়াতো।
শাহরুখ খানের কথায় গৌরী খুব শক্ত। গৌরী কখনও অসুস্থ হননি তেমনভাবে। তাই গৌরীকে শুয়ে থাকতে দেখে শাহরুখ ঘাবরে গিয়েছিলেন।
যদিও পরবর্তীতে তা ধীরে ধীরে কেটে যায় ও সুহানার বেলায় অনেক সহজ হয়ে গিয়েছিলেন তিনি।