- Home
- Entertainment
- Bollywood
- শাহরুখ ছিল 'জিয়া'র প্রথম প্রেম, এখনও সেই মিষ্টি হাসিতেই নেটদুনিয়ার হটকেক ঝনক
শাহরুখ ছিল 'জিয়া'র প্রথম প্রেম, এখনও সেই মিষ্টি হাসিতেই নেটদুনিয়ার হটকেক ঝনক
- FB
- TW
- Linkdin
সেই ছোট্ট মিষ্টি জিয়া এখন কেমন আছে। শাহরুখ খানের ছবির শিশুশিল্পী এখনও তেমনই মিষ্টি তবে এখন সে আর ছোটটি নেই।
ঝনক শুক্লা প্রীতি জিন্টার সৎ বোনের চরিত্রে ২০০৩ সালের 'কাল হো না হো' ছবিতে অভিনয় করেছিলেন।
তবে ঝনক জনপ্রিয় ছিলেন 'করিশ্মা কা করিশ্মা' ধারাবাহিকে মূল ভূমিকায় অসামান্য অভিনয় করে।
ইংরেজি ধারাবাহিক 'স্মল ওয়ান্ডার'র হিন্দি রিমেক ছিল 'করিশ্মা কা করিশ্মা'। ইংরেজি ধারাবাহিকটির মত হিন্দিটিও জনপ্রিয়তা লাভ করেছিল।
ঝনকের বয়স এখনম ২৪ বছর। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইলে উঁকি মারলেই পাওয়া যায় গার্ল নেক্সট ডোর-র ছোঁয়া।
গোলগাল চেহারা, সেই মিষ্টি হাসি, কটা চোখ। মেকআপের তেমন ধার ধারেন না ঝনক। বরং সাধারণ থাকতেই পছন্দ করেন তিনি।
বরং সাধারণ টিশার্ট এবং ঢলা হাফ প্যান্টেই স্বাচ্ছন্দবোধ করেন তিনি। কুমকুম ভাগ্য ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যায়।
গ্ল্যামার জগতে ছোট থেকে থাকলেও গ্ল্যামার দুনিয়ার মত সমস্ত নিয়মকানুন তিনি মেনে চলেন না। আর পাঁচজন মেয়ের মতই সিম্পেল ঝনক।