- Home
- Entertainment
- Bollywood
- বহুবছর ধরে ড্রাগস নিচ্ছে আরিয়ান, জামিনের শুনানিতে আদালতে উঠল মাদককান্ডে অভিযুক্ত রিয়া- শৌভিকের নাম
বহুবছর ধরে ড্রাগস নিচ্ছে আরিয়ান, জামিনের শুনানিতে আদালতে উঠল মাদককান্ডে অভিযুক্ত রিয়া- শৌভিকের নাম
বর্তমানে বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে আরিয়ানের। আর পাঁচজনের মতো জুটছে সাধারণ খাবার, বরাদ্দ নেই বিশেষ আয়োজনের। আর্থার রোড জেলই এখন নয়া ঠিকানা বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের। গত বৃহস্পতিবার আরিয়ান খানের জামিনের শুনানিতে উঠে এল রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর নাম। নিয়মিত নাকি ড্রাগস নিত আরিয়ান, তেমনটাই বলছেন এনসিবি-র অনিল সিং। মাদক উদ্ধার না হলেও মাদকচক্রের সঙ্গে পুরোপুরি যোগাযোগ রয়েছে আরিয়ানের, তেমনটাই দাবি করেছেন তিনি।
| Published : Oct 15 2021, 07:52 AM IST / Updated: Oct 15 2021, 10:56 AM IST
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার আরিয়ান খানের জামিনের শুনানিতে উঠে এল রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর নাম। নিয়মিত নাকি ড্রাগস নিত আরিয়ান, তেমনটাই বলছেন এনসিবি-র অনিল সিং।
মাদক উদ্ধার না হলেও মাদকচক্রের সঙ্গে পুরোপুরি যোগাযোগ রয়েছে আরিয়ানের, তেমনটাই দাবি করেছেন তিনি। আরিয়ান বহুবছর ধরেই নিয়মিত ড্রাগস সেবন করত।
এনসিবি-র অ্যাডিশন্যাল সলিসিটার জেনারেল অনিল সিং বিচারককে আরও বলেন, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি, এই শর্তে তাকে জামিন দেওয়া অনুচিতয। এবং তখনই রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর প্রসঙ্গে টেনে আনেন।
অনিল সিং জানান, রিয়ার ভাই শৌভিকের থেকেও কোনও মাদক উদ্ধার হয়নি। কিন্তু মাদকচক্রের সঙ্গে যোগ মেলায় তার জামিন খারিজ হয়েছিল সেশন কোর্টে।
তিনি বিচারককে আরও বলেন, ওদের বয়স কম, বাচ্চা থেলে ডিফেন্সের যুক্তি এখানে খাটে না, ওরাই তো দেশের ভবিষ্যত। হোয়াটসঅ্যাপ চ্যাট যে মাদকচক্রীদের সঙ্গে ড্রাগস কেনাবেচার কথা বলেছে, সেখানেও টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। সুতরাং কোনওভাবেই আরিয়ানকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না।
তিনি বিচারককে আরও বলেন, ওদের বয়স কম, বাচ্চা থেলে ডিফেন্সের যুক্তি এখানে খাটে না, ওরাই তো দেশের ভবিষ্যত। হোয়াটসঅ্যাপ চ্যাট যে মাদকচক্রীদের সঙ্গে ড্রাগস কেনাবেচার কথা বলেছে, সেখানেও টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। সুতরাং কোনওভাবেই আরিয়ানকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না।
এনসিবি আরও জানিয়েছে, আরিয়ানকে জামিনে মুক্তি দিলে তথ্য লোপাট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা তদন্তের ক্ষতি করতে পারে। এই যুক্তিও আদালতে দেখিয়েছে অনিল সিংহ। যদি মানশিন্ডে এই যুক্তিতে পাল্টা বলেছেন, বড় পরিবারের ছেলে মানেই তথ্যপ্রমাণ করবে, এটা ধরে নেওয়া ভুল।
আপাতত রুদ্ধদ্ধার কক্ষেই দিন কাটছে আরিয়ান খানের। এবার থেকে সাধারণ কয়েদির মতোই জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হবে আরিয়ানকে। আরিয়ান খান সহ বাকি আসামিদের কারাগারের প্রথম তলার ১ নম্বর ব্যারাকে রাখা হয়েছে। কারাগারের বাকি আসামিদের মতোই থাকতে হবে আরিয়ানদের।
দুই পক্ষের সওয়াল-জবাব শুনে আপাতত রায় সংরক্ষিত রেখেছে আদালত, দশেরার ছুটির পর বুধবার খুলবে কোর্ট। এবং সেইদিন আরিয়ান-সহ আরবাজ ও মুনমুন ধমেচার জামিনের আবেদনের রায় ঘোষণা করবে সেশন কোর্ট।