- Home
- Entertainment
- Bollywood
- শর্মিলার নস্টালজিয়া করিনার মনের মণিকোঠায়, দ্বিতীয় সন্তানের আগমণের আগেই শ্বাশুড়ি উজ্জ্বল স্মৃতি
শর্মিলার নস্টালজিয়া করিনার মনের মণিকোঠায়, দ্বিতীয় সন্তানের আগমণের আগেই শ্বাশুড়ি উজ্জ্বল স্মৃতি
- FB
- TW
- Linkdin
ফরচ্যউন হাইটসের নতুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করার আগেই ঝলক পাওয়া গেল নস্টালজিয়ার।
এ কেবল পটৌডি পরিবারের নস্টালজিয়াই নয়। এই নস্টালজিয়া আপামর বাঙালির। নস্টালজিয়ায় লুকিয়ে শর্মিলা ঠাকুরের ছোঁয়া।
নতুন বাড়িতে প্রবেশ করার আগের মুহূর্তে চলছে জোর কদমে শিফ্টিং। সেই ছবি ধরা পড়ল পাপারাৎজির ক্যামেরায়।
যেখানে শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্না অভিনীত 'আরাধনা' ছবির বাংলা পোস্টার দেখা গেল নতুন বাড়িতে স্থানান্তরিত হতে।
শক্তি সামস্ত পরিচালিত কিংবাদন্তী ছবি 'আরাধনা'। সচীন দেব বর্মনের সুরে নিজেকে হারিয়েছিল গোটা বাঙালি।
সেই সুরের মূর্চ্ছনায় হারিয়েছেন করিনা কাপুরও। যার জেরে 'আরাধনা' ছবির বাংলায় লেখা পোস্টারটি নিজের সঙ্গে সযত্নে রেখে দিয়েছিন অভিনেত্রী।
শ্বাশুড়ি শর্মিলার সঙ্গে নাকি বউমা করিনার সম্পর্ক মোটেই ভাল ছিল না। সেই গুঞ্জনে বরাবরের মত এবারেও পড়ে গেল জল।
আরাধনা ছবির পোস্টারটি সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে নতুন বাড়িতে। সেখানকার প্রকান্ড অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে সেজে উঠবে শর্মিলার ঠাকুরের জীবনের এই সেরা ছবি।
পাশাপাশি ধরা পড়ল সইফের কেরিয়ারের অন্যতম হিট ছবি ইমতিয়াজ আলি পরিচালিত 'লাভ আজ কাল'। দীপিকা পাডুকোন ছিলেন নায়িকার ভূমিকায়।
আরও একটি ছবিও দেখা গেল শিফ্টিংয়ের সময়। যা সম্ভবত সইফের নিজের হাতে আঁকা ছবি বলেই মনে হচ্ছে। ছবি অ্যাবস্ট্র্যাক্ট। সবুজ, নীল হলুদ রঙেই ফুটে উঠেছে পেন্টিংটি।