- Home
- Entertainment
- Bollywood
- শিল্পার ফেক 'নিপ স্লিপ'র ভিডিও ভাইরাল, 'বিগ ব্রাদার' অনুষ্ঠানে কী ঘটেছিল বলিউড নায়িকার সঙ্গে
শিল্পার ফেক 'নিপ স্লিপ'র ভিডিও ভাইরাল, 'বিগ ব্রাদার' অনুষ্ঠানে কী ঘটেছিল বলিউড নায়িকার সঙ্গে
- FB
- TW
- Linkdin
তবে কিছু বিতর্ক ছিল তাঁকে কুখ্যাত করার জন্যই। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।
যেটি শিল্পা শেট্টির নাম করেই ভাইরাল করা হয়। অভিনেত্রীর নিপ স্লিপ অর্থাৎ স্তন অনেকাংশ বেরিয়ে যাওয়ার ভিডিও।
এখনও পর্যন্ত ভিডিওটি শিল্পা শেট্টি নিপ স্লিপ ভিডিও নামেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে যারা অনুষ্ঠানটি দেখেছেন তাদের পক্ষে জানা সম্ভব ভিডিওতে শিল্পা নন, ছিলেন সেই সিজনের অন্য এক প্রতিযোগী ড্যানিয়েল।
একটি টাস্কের শুরুতেই ড্যানিয়েলের অন্তর্বাস থেকে বেরিয়ে যায় তাঁর স্তনের একাংশ। যা সেনসরড হিসাবে সম্প্রচারিত হয়।
পরবর্তীকালে আনসেনসরড ভিডিওটি প্রকাশ পায়। বিদেশিদের কাছে বিষয়টি এমন কোনও বড় ব্যাপার না হলেও ভারতীয়দের কাছে অবশ্যই আলোচনার বিষয়।
শিল্পার নামে ভিডিওটি দেখে তাঁকেই ভেবে বসে অসংখ্য দর্শক। ভিডিওটির ক্যোয়ালিটি এতটাই খারাপ যে ভিডিওতে কারও মুখে দেখা সম্ভব নয়।
এছাড়া টাস্ক চলাকালীন হেলমেট, চশমা পরে থাকার কারণে শিল্পা এবং ড্যানিয়েলকে একই রকম দেখতে মনে হয়।
যার কারণে দর্শকও ক্লিপটি দেখে ভুল করে বসে। তবে এপিসোডটি সম্পূর্ণ দেখলে বোঝা যায়, শিল্পার ভিডিও এটি নয়।