- Home
- Entertainment
- Bollywood
- আলিয়াকে চুম্বন বোরিং, বিকিনি লুকের পর এবার চুমু নিয়ে রণবীর প্রেমিকাকে তোপ সিদ্ধার্থের
আলিয়াকে চুম্বন বোরিং, বিকিনি লুকের পর এবার চুমু নিয়ে রণবীর প্রেমিকাকে তোপ সিদ্ধার্থের
- FB
- TW
- Linkdin
বলিউডের একাধিক প্রথমসারির নায়িকাদের দিকে নজর ছিল রণবীর কাপুরের। একাধিকের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন তিনি। প্রথম থেকেই বিটাউনে একাধিক ক্রাস ছিল রণবীরের।
পরবর্তীতে তা প্রেমে পরিণত লেও পায়নি পরিণতী। সেই সম্পর্কে থাকা অভিনেত্রীদের ফিগার নিয়ে এবার কথা বললেন সিদ্ধার্থ।
প্রথম ছবিতেই তাঁর হাতেখড়ি হয়েছিল রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে। এরপর একাধিক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন নি সিদ্ধার্থ।
কোন অভিনেত্রীকে ভালো লাগে প্রশ্ন করায় খানিক চুপ থাকেন সিদ্ধার্থ। কিন্তু ঝড় তোলেন অন্তর্বাস লুক নিয়ে কথা বলে।
তিনি একের পর এক তারকাদেরভালো লাগে তাঁর। নিয়ে কথা বলতে শুরু করেন, হট লুকে সব থেকে বেশি ভালো লাগে কাকে, তিনি উত্তর দিতে বেছে নেন রণবীরের প্রেমিকার তালিকা।
ক্যাটরিনা বরাবরই হট লুকে ঝড় তোলেন। একাধিক দৃশ্যে তাঁকে বিকিনি পরে পর্দায় দেখা গিয়েছে। ক্যাটরিনাকে অন্তর্বাস পরে বেশ ভালো লাগে দেখতে। সাফ জানিয়েছিলেন সিদ্ধার্থ। সঙ্গে জানান, তাঁর অন্তর্বাস পরার ফিগার রয়েছে।
একই খেতাব দেন তিনি রণবীরের আরও এক প্রেমিকাকে, যাঁর সঙ্গে প্রেমকাহিনি ঝড় তুলেছিল বি-টাউনে। অন্তর্বাসে দীপিকাকেও দারুণ মানায়। তাঁর ফিগারের সঙ্গে এই ধরনের লুক খুবই মানানসই। তবে একজনকে নিয়ে নিরাশ সিদ্ধার্থ।
আলিয়া ভাটকে মোটেই মানায় না অন্তর্বাস লুকে। এদিন এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন সিদ্ধার্থ। আলিয়ার সেই ফিগার নেই।
এখানেই শেষ নয়, এবার উঠল চুমু প্রসঙ্গ। স্টুডেন্স অব দ্য ইয়ার ছবিতে একাধিকবার শ্যুট করা হয় চুমুর দৃশ্যের। একটা সময়ের পর তা কেবল টেকনিকাল ছিল, আর এক কথায় বোরিং।