- Home
- Entertainment
- Bollywood
- ক্যামেরার সামনে বিকিনি পরায় অস্বস্তিতে সোনাম, সাফ জানালেন, 'অন্তর্বাসে চকম দেওয়া ফিগার নেই'
ক্যামেরার সামনে বিকিনি পরায় অস্বস্তিতে সোনাম, সাফ জানালেন, 'অন্তর্বাসে চকম দেওয়া ফিগার নেই'
- FB
- TW
- Linkdin
ক্যামেরায় পার্ফেক্ট লুক দিতে চায় সকলেই। সেই দিকে নজর দিয়েই প্রতিটা সেলেব নিজের ফিটনেস ফান্ডা তৈরি করে থাকেন।
সোনাম কাপুর তার ব্যতিক্রম নন। উল্টে তাঁর ফ্যাশনেবল লুক এক নজরে সকলকে চমকে দিতে সক্ষম।
স্লিম ফিট ফিগারে বরাবরই হিট সোনাম। কিন্তু সেলেবের নিজের বিচারে তা ভুল। তিনি মনে করেন তিনি সব পোশাকের নজ্য পার্ফেক্ট নন।
মডেলিং কেরিয়ারে সোনাম কাপুর এক মস্ত নাম হলেও বিকিনি নিয়ে তার জীবনে রয়েছে বেজায় সমস্যা।
বিকিনিতে ক্যামেরার সামনে মোটেও কমফোর্টেবল নন সোনাম। মুহূর্তে তিনি ঝড় তুলে পারেন যে চাবুক ফিগারে তাই সমস্যার মূল।
এক সময় সোনামের ওজন ছিল ৮৬ কেজি। সেই সময় সোনাম কাপুরের বয়স তখন ১৯।
তখনই তিনি স্থির করেছিলেন, যে তিনি অভিনেত্রী হবেন। আর তারজন্যই এক ধাক্কায় কমিয়ে ফেলেছিলেন ওজন।
কিন্তু তাতেও স্বস্তি মেলেনি। তাঁকে কেউ বিকিনি পরতে বললেই সমস্যা দেখা দেয়। কারণ তিনি মনে করেন তার ফিগার পার্ফেক্ট নয়।
তিনি হয়তো এখনও মোটা, তাঁর শীরের নানা স্থানে হয়তো এখনও জমে রয়েছে চর্বি। এমনটাই ধারনা সোনাম কাপুরের।
প্রকাশ্যে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিকিনি পরতে বললে বা চরিত্রের প্রয়োজনে নিশ্চই পরে থাকি আমি, কিন্তু তা মন থেকে নয়। কারণ আমি তা মোটেও পছন্দ করি না।
আমার সব সময় মনে হয় আমায় মানায় না। বিকিনি পরার ফিগার আমার নয়। তাতেই মূল সমস্যা।