'বলিউডের একটা অংশকে টার্গেট করা উচিত নয়', সুশান্তের মৃত্যুতে সরব সোনু সুদ
- FB
- TW
- Linkdin
সোনু সুদ এক কথায় এখন ভক্তের ভগবান। তাই তিনি এবার নিরবতা ভাঙলেন সুশান্তের মৃত্যুকে নিয়ে। অকালেই এভাবে ইন্দ্রপতন মেনে নেওয়ার নয়, কিন্তু বাস্তবে যা হচ্ছে তাও ঠিক নয়, জানালেন সোনু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু সুদ জানান, সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে তা সাময়িক। কয়েকদিনের। এরপর মানুষ নতুন একটা বিষয় পেয়ে এই সব ভুলে যাবে।
তারপর সিনসেল টাউনে আবারও আসবে নতুন প্রতিভা। বাইরে থেকে এসে একইভাবে স্বপ্নপূরণের জন্য চেষ্টা করবেন। কিন্তু কোনও কিছুই বদলাবে না।
এটা সঠিক যে বলিউডে বেশিরভাগটাই নেপোটিজমের আওতায়। বাইরে থেকে এসে সুপারস্টার হয়েছেন, এমন সংখ্যা খুবই কম।
তিনিও মনে করতেন অভিনেতা হওয়া খুব সহজ কথা, কিন্তু বাস্তবে তা সঠিক নয়। অনেক কষ্টের ফলে জায়গা করে নিতে হয়। কেউ পারেন, কেউ আবার পারেন না।
তবে সুশান্তের মৃত্যুর জন্য এভাবে বলিউডের একশ্রেণীকে দায়ী করা সঠিক নয়। কাউকে ক্রমাগত বলা তাঁরাই মৃত্যুর জন্য দায়ী, এটা খুব যন্ত্রণা দায়ক।
তাই সকলের উচিৎ একন অপেক্ষা করা। সঠিক সময় তদন্তের মাধ্যে আগে সত্যিটা বেড়িয়ে আসুক। তার আগে এভাবে আক্রমণ করাটা ভুল।
এই মানুষগুলোও অনেককে জায়গা করে দিয়েছে, অনেককে বলিউডে কাজ করতে সাহায্য করছেন, সেই বিষয়টাও ভুললে চলবে না।