খুব ভালো ছবি আঁকতেন শ্রীদেবী, আজও একটা সংরক্ষিত বনি কাপুরের অফিসে
বলিউডে যদি গুণী কোনও অভিনেত্রীর নাম সবার আগে মনে করতে হয়, তবে যে নামটি উঠে আসে, তা হল শ্রীদেবী। অভিনয়গুণ থেকে শুরু করে রূপ, নাচ না জানি আরও কত কী দক্ষতা ছিল তাঁর মধ্যে। যার মধ্যে অন্যতম হল আঁকা।
19

শ্রীদেবী এক কথায় ছিলেন সর্বগুণে পরিপূর্ণা। যেমন ছিলেন নাচে পারদর্শী, তেমনটাই ছিলেন দক্ষ অভিনেত্রী।
29
এর পাশাপাশি তিনি খুব ভালো ছবিও আঁকতেন। যার মধ্যে একটি রাখা রয়েছে বনি কাপুরের অফিসে।
39
একটা কিংবা দুটো নয়, অবসরে ছবি আঁকতে বেশ পছন্দ করতেন শ্রীদেবী। কাজের ফাঁকে একাধিক ছবি তিনি এঁকেছে।
49
যার মধ্যে বেশ কয়েকটি উঠেছিল নিলামেও। দামও উঠত প্রচুর। তাঁর ছবি আঁকার কথা জানত গোটা বি-টাউন।
59
পরিবারের সকলেরই ছবি এঁকেছিলেন তিনি। অনেক অভিনেত্রীর ছবিও একেচিলেন শ্রীদেবী।
69
প্রথম ছবি করার আগে সোনাম কাপুরের একটি ছবি এঁকেছিলেন শ্রীদেবী। পরবর্তীতে যা নিলামে উঠেছিল।
79
শ্রীদেবীর হাতে আঁকা সোনাম কাপুরের ছবি নিলামে উঠে দাম হয়েছিল দশ লাখ।
89
শ্রীদেবীর হাতে আঁকা ছবি কাপুর পরিবারের কাছে সম্পত্তি। যা এখনও তাঁরা সংরক্ষণ করে রেখেছেন।
99
শ্রীদেবী মাইকেল জ্যাকসনের ছবিও এঁকেছিলেন। যার দাম উঠেছিল ৮ লাখ টাকা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos