রাজ কাপুরকে ফিরিয়ে ছিলেন সুচিত্রা সেন- সত্যজিৎ, ঠিক কী ঘটেছিল, রইল স্বর্ণযুগের কাহিনি
First Published Dec 14, 2020, 12:53 PM IST
তপন মল্লিক, কলকাতা- মাত্র দশ বছর বয়সে সিনেমায় হাতেখড়ি। তার পরের এক যুগ বোম্বাইয়ের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। সিনেমা দুনিয়ার বিখ্যাত মানুষের পুত্র হওয়া স্বত্বেও প্রয়োজনে স্পটবয়ের কাজও করেছেন। তারপর এসেছে বড় ধারণের সুযোগ। একেবারে মধুবালার নায়ক হিসেবে। সেই সময় বোম্বাইয়ের সেরা নায়িকা মধুবালা। তবে তার চেয়েও উল্লেখযোগ্য কৃতিত্ব মাত্র চব্বিশ বছরের যুবকটি তৈরি করে ফেললেন নিজস্ব স্টুডিও আর. কে. ফিল্মস। এরপর তিনিই হন তাঁর সময়ের সর্বকনিষ্ঠ সিনেমা প্রযোজ্যক ও পরিচালক। বলিউডে এখনও তিনি শ্রেষ্ঠ শোম্যান বলেই পরিচিত।

বোম্বাইয়ের সিনেমায় নিজস্ব স্টাইলে অভিনয়ের কারণে তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেতা। যদিও তাঁর অভিনয় রীতিতে ছিল চার্লি চ্যাপলিনের বিরাট প্রভাব। তা হলেও রাজ কাপুর অভিনেতা হিসেবে সফল। তাঁর নিজস্ব ব্যানারে প্রযোজক এবং পরিচালক হিসেবে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। হিন্দি ছবির কাহিনি নির্মাণে সফল রাজ কাপুর নিজের ছবির নায়িকা আবিষ্কারেও দিয়েছেন একাধিক চমক।

যে সময়ের কথা বলছি, সে সময়ে হিন্দি ছবির দুনিয়া বলিউড নামে পরিচিত হয় নি। বোম্বাইয়ের সিনেমা জগতে তখন সবচেয়ে প্রভাবশালী ও ব্যবসায়িকভাবে সফল সিনেমা প্রযোজক ও পরিচালক ছিলেন রাজ কাপুর। তাঁর একটি ছবিতে সুযোগ পাওয়ার জন্য নায়িকারা নাকি নিজেদের হাত, পা কেটে ফেলতেও রাজি ছিলেন এমন গুঞ্জন শোনা যেত আর কে ফিল্মসের আশপাশে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন