- Home
- Entertainment
- Bollywood
- সুহানাকে চুম্বন, বাড়াবাড়ি দেখলেই জেল পর্যন্ত যেতে রাজি শাহরুখ, মেয়ের প্রেমিকের জন্য জারি ৭ নিয়ম
সুহানাকে চুম্বন, বাড়াবাড়ি দেখলেই জেল পর্যন্ত যেতে রাজি শাহরুখ, মেয়ের প্রেমিকের জন্য জারি ৭ নিয়ম
- FB
- TW
- Linkdin
বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে সর্বদাই নিজের স্টাইল স্টেটমেন্টে শিরোনামে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতেই একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ কন্যা।
একবার এক সাক্ষাৎকারে মেয়ের ভবিষ্যৎ প্রেমিকের জন্য ৭টি নিয়ম জারি করেছিলেন শাহরুখ, যারা সুহানার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই মানতে হবে এই কড়া নিয়মগুলি।
প্রথমত চাকরি থাকতে হবে। কোনওমতেই বেকার থাকা চলবে না।
আগে থেকেই জেনে নাও শাহরুখ তাকে পছন্দ করবেন না।
মেয়ের সব ব্যাপারেই থাকবেন শাহরুখ খান।
সুহানা যে আমার রাজকন্যা, তোমার কোনওরকম জয়ের স্মারক নয়।
তবে মাথায় রাখতে হবে কোনও কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি দেখলে জেল পর্যন্ত যেতে রাজি শাহরুখ।
ভবিষ্যতের প্রেমিকের যেন ভাল উকিল থাকে, সেকথাও জানিয়েছেন শাহরুখ খান।
সুহানার সঙ্গে যা যা করবে সেগুলি আমার দিক থেকে পাল্টা পাবে।
এতগুলি শর্ত মানলেই সুহানার যোগ্য প্রেমিক হওয়া যাবে, সাফ জানিয়েছিলেন শাহরুখ। যদি পরে জানিয়েছিলেন পুরো বিষয়টি তিনি মজার ছলে বলেছে। তবে মজার ছলে হলেও বাদশা-র সাবধানবাণী ভুললেও বিপদও হতে পারে।