- Home
- Entertainment
- Bollywood
- হট পোজ থেকে বিকিনি লুক, সাইবার বুলিং-এর শিকার সানি, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন হটস্টার
হট পোজ থেকে বিকিনি লুক, সাইবার বুলিং-এর শিকার সানি, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন হটস্টার
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01epec035d2210frzfgqapkhav/sunny-leone-jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
সমালোচনা একটা অভ্যাস, যা চক্রের মত ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন সানি লিওন।
![](https://static-gi.asianetnews.com/images/01ek24kp70fk7s5sch36z2jv7s/sunny-jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
নীল ছবির জগত থেকে বলিউডে পা, যদি এটাই তাঁর অপরাধ হত, তবে আরও হাজার হাজার অভিনেত্রী প্রতিদিন প্রতি মুহূর্তে যে শিকার হচ্ছে বুলিং-এর!
সেই দিকে নজর দিয়েই এবার সানি লিওন বলেন, ত্বকের রঙ থেকে শুরু করে, গায়ে থাকা রোম, আলোচনায় এরা তুলে আনে সবকিছুই।
আর এতেই ঘোর আপত্তি সানির। তাঁর বক্তব্য যখন একজনকে নিয়ে এই ট্রোলিং বা বুলিং চলতে থাকে তখনই সকলের প্রতিবাদ করা উচিৎ।
আসলে বুলিং চলতে থাকে চক্রাকারে। একজনকে নিয়ে শেষ হলে আবার অন্য কাউকে নিয়ে পড়ে যায় নেটদুনিয়া। প্রতিবাদ করলেই যে নিস্তার এমনটা নয়।
এই বিষয়ও সাফ জানিয়ে দেন সানি। কিন্তু যাঁদের নিয়ে বুলিং হয়, কোথাও না কোথাও তাঁদের মনে একটা দাগ কেটে যায়।
এই জিনিসটাই বন্ধ হওয়া দরকার। একজন যখন করছে এমন, তখন তাঁর ভাবা উচিৎ দুদিন পর একই জিনিস তাঁর সঙ্গেও হতে পারে।
আর এভাবেই সম্ভব এই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে আনা সম্ভব। একদিনে হয়তো বন্ধ হবে না, কিন্তু এই পদ্ধতিতে কোথাও তো পৌঁচ্ছনো যাবে। সাফ জানান সানি।