- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের পোস্টমর্টেম ও ভিসেরা রিপোর্ট জমা দিল এইমস, নজরে এই কয়েকটি পয়েন্ট
সুশান্তের পোস্টমর্টেম ও ভিসেরা রিপোর্ট জমা দিল এইমস, নজরে এই কয়েকটি পয়েন্ট
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে এখনও মিটেনি ধোঁয়াশা। যার ফলে অপেক্ষায় প্রহর গুনছে পরিবার ও ভক্তকুল। এবার সেই তদন্তেই নয়া মোড় নিয়ে হাজির এইমস। সিবিআই কে জমা দিল বিস্তারিত রিপোর্ট।
| Published : Sep 29 2020, 11:58 AM IST
- FB
- TW
- Linkdin
)
এমসি রিপোর্ট অনুযায়ী এই তদন্তে একটি কিনারা সম্ভব হলেও সর্বশেষ সিদ্ধান্ত জানাবে সিবিআই, এমনই তথ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে এইমসের তরফ থেকে।
)
এমসেন্ট ডাক্তার সুধীর গুপ্ত জানিয়েছেন, পোস্টমর্টেম ও ভিসেরা রিপোর্ট তৈরি হলেও বাকি তথ্য খতিয়ে দেখছে সিবিআই।
)
এই কথা শুনা মাত্রই সাফ জানিয়ে দেওয়া হয় এইমসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই বিকাশ সিং এর দাবি ভুল।
)
এই কথা শোনা মাত্রই সাফ জানিয়ে দেওয়া হয় এইমসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই বিকাশ সিং এর দাবি ভুল।
)
যেভাবে সুশান্ত সিং রাজপুত এর মৃতদেহ ছবি ছড়িয়ে পড়েছিল তা দেখে প্রাথমিকভাবে অনেকে অস্বাভাবিক মৃত্যু মনে করলেও এখনো পর্যন্ত তদন্ত জারি।
)
সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছিল সুশান্ত আত্মহত্যা কারণে মারা। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশের তরফ থেকেও তাই জানানো হয়।
)
এরপরই বিভিন্ন ক্ষেত্রে স্পেশাল টিম তৈরি করে শুরু হয় তড়িঘড়ি তদন্ত। এখনো বাকি একাধিক বিষয়ে খতিয়ে দেখা তাই এখনই কোন সিদ্ধান্ত নয়। সাফ জানিয়ে দিয়েছে বিভিন্ন বিভাগ।
)
এখন বেশ কিছুটা সময় লাগবে, সব দিক বিচার করে দেখা হচ্ছে, উড়িয়ে দেওয়া হচ্ছে না হত্যার দিকটিও। সাফ জানাল সিবিআই।