- Home
- Entertainment
- Bollywood
- 'তারক মেহতা কা উল্টা চশমা'র বঙ্গতনয়াকে যৌনকর্মী বলে সম্বোধন, কড়া জবাব মুনমুনের
'তারক মেহতা কা উল্টা চশমা'র বঙ্গতনয়াকে যৌনকর্মী বলে সম্বোধন, কড়া জবাব মুনমুনের
'তারক মেহতা কা উল্টা চশমা' ধারাবাহিকের মুনমুন দত্তকে যৌনকর্মী বলে সম্বোধন করেছে এক নেটিজেন। কেবল তাই নয়। অশ্লীল প্রশ্নও করেছেন মুনমুনের পোস্টে। বাংলার এই অভিনেত্রী বহুদিন মুম্বইতে কাজ করছেন। 'তারক মেহতা কা উল্টা চশমা' ধারাবাহিকে ববিতার চরিত্রে অভিনয় করেন তিনি। সেখান তারক মেহতার লাভ ইন্টারেস্ট হল এই ববিতা। গ্ল্যামারাস এই অবতারে মুনমুনকে বেশ পছন্দ করে দর্শকমহল। তাঁর এই সৌন্দর্যের কারণে অভিনেত্রীর ভক্তদের সংখ্যা নেহাতই কম নয়। সেই ভক্তদের মাঝেই যে এই অশ্লীলতা লুকিয়ে ছিল তা তিনিও টের পাননি।

ডিজিটাল দুনিয়াতে পদার্পণ করার পর সেলেব্রিটি এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্বটা অনেকটাই কমে গিয়েছে।
নিয়মিত সেলেব্রিটিদের পোস্ট, নিজের পুঙ্খানুপুঙ্খ খবর সোশ্যাল মিডিয়ার পর্দায় উঠে আসে।
নিত্যদিন তাঁদের আপডেট পেতে পেতে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি উৎসাহ বেড়ে যায়।
এমনকি তারকারাও নিজেদের ভক্তদের থেকে ফিডব্যাকের আশা করতে থাকে।
এই দূরত্ব কমতে কমতে এখন তারকাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে ভুলে গিয়েছে অসংখ্য নেটিজেন।
যেখানে তাঁদের বিরুদ্ধে নানা কমেন্টও ভেসে ওঠে পোস্টে। কেবল তাই নয়, অশ্লীল মন্তব্য করে বসে তারা।
এমনটাই সম্প্রতি ঘটেছে মুনমুন দত্তের সঙ্গে। এই বঙ্গতনা বহু বছর ধরেই তারক মেহতা কা উল্টা চশমাতে অভিনয় করছেন।
তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। ফলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমশ।
সম্প্রতি তাঁকে যৌনকর্মী বলে সম্বোধন করে বসল এক নেটিজেন। তাঁকেই কড়া জবাব দিয়েছেন মুনমুন।
তাঁকে ব্লক করার আগে রীতিমত কড়া ভাষায় জবাবা দিয়েছেন মুনমনু।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।