- Home
- Entertainment
- Bollywood
- 'তারক মেহতা কা উল্টা চশমা'র বঙ্গতনয়াকে যৌনকর্মী বলে সম্বোধন, কড়া জবাব মুনমুনের
'তারক মেহতা কা উল্টা চশমা'র বঙ্গতনয়াকে যৌনকর্মী বলে সম্বোধন, কড়া জবাব মুনমুনের
- FB
- TW
- Linkdin
ডিজিটাল দুনিয়াতে পদার্পণ করার পর সেলেব্রিটি এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্বটা অনেকটাই কমে গিয়েছে।
নিয়মিত সেলেব্রিটিদের পোস্ট, নিজের পুঙ্খানুপুঙ্খ খবর সোশ্যাল মিডিয়ার পর্দায় উঠে আসে।
নিত্যদিন তাঁদের আপডেট পেতে পেতে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি উৎসাহ বেড়ে যায়।
এমনকি তারকারাও নিজেদের ভক্তদের থেকে ফিডব্যাকের আশা করতে থাকে।
এই দূরত্ব কমতে কমতে এখন তারকাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে ভুলে গিয়েছে অসংখ্য নেটিজেন।
যেখানে তাঁদের বিরুদ্ধে নানা কমেন্টও ভেসে ওঠে পোস্টে। কেবল তাই নয়, অশ্লীল মন্তব্য করে বসে তারা।
এমনটাই সম্প্রতি ঘটেছে মুনমুন দত্তের সঙ্গে। এই বঙ্গতনা বহু বছর ধরেই তারক মেহতা কা উল্টা চশমাতে অভিনয় করছেন।
তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। ফলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমশ।
সম্প্রতি তাঁকে যৌনকর্মী বলে সম্বোধন করে বসল এক নেটিজেন। তাঁকেই কড়া জবাব দিয়েছেন মুনমুন।
তাঁকে ব্লক করার আগে রীতিমত কড়া ভাষায় জবাবা দিয়েছেন মুনমনু।