- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্যের নাচের দক্ষতা কখনও সামনে আসেনি, এর কারণ বচ্চনবধূ নিজেই, কারণ জানালেন টেরেন্স
ঐশ্বর্যের নাচের দক্ষতা কখনও সামনে আসেনি, এর কারণ বচ্চনবধূ নিজেই, কারণ জানালেন টেরেন্স
ঐশ্বর্য রাই বচ্চন মানেই বলিউডের এক স্তম্ভ। একের পর এক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কখনও সামনে উঠে এসেছে তাঁর অভিনয় দক্ষতা, কখনও আবার সামনে ধরা দিয়েছে তাঁর নাচের গুণ, তবে টেরেন্স এমন কী বললেন ঐশ্বর্যকে নিয়ে...

ঐশ্বর্য মানেই বিনোদন জগতের সুপারস্টার। এক পার্ফেক্ট প্যাকেজের নাম হল ঐশ্বর্য। নাচ থেকে শুরু করে অভিনয়, লুক নানা ধাপে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
বিশেষ করে ঐশ্বর্যের নাচের ভঙ্গিমায় মুগ্ধ হয়েছিলেন সকলে। তবুও বলিউড জগতের ডান্স দুনিয়ার সুপারস্টারেদের মধ্যে কেন নাম নেই ঐশ্বর্য!
ঐশ্বর্যকে নিয়ে একবার এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ডান্স দুনিয়ার হটস্টার টেরেন্স। তবে বচ্চন বধূর নাচ নিয়ে এ কী বললেন তিনি!
মন্তব্য শুনে প্রথমে সকলেই চুপ, পড়ে তা স্পষ্ট হয়। টেরেন্সের কথায়, ঐশর্বর্য নাচ জানলেও তা সারা জীবন চাপাই পড়ে থাকে।
এর কারণ ঐশ্বর্য নিজেই। ঐশ্বর্যের রূপ এতটাই মুগ্ধ করে সকলকে, যে তাঁর নাচের গুণ চাপা পড়ে যায়।
টেরেন্সকে প্রশ্ন করা হয় তাঁর প্রিয় নায়িকাদের মধ্যে নাচের দিক থেকে সেরা কে! এরপরই উত্তর আসে মাধুরী।
তবে পড়ে তিনি স্পষ্ট করে দেন, এমন অনেক নায়িকাই রয়েছেন, যাঁরা নাচ জানে। কিন্তু সমস্যার হচ্ছে তাঁদের অভিনয় ও লুক।
এরমধ্যে অন্যতম হিসেবে টেরেন্স তুলে ধরেন ঐশ্বর্য, প্রিয়ঙ্কা, দীপিকা, করিনা কাপুরের মত স্টারেদের নাম।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।