- Home
- Entertainment
- Bollywood
- দিশার সঙ্গে সম্পর্ক থেকে সঙ্গম, ভক্তের প্রশ্নে সাফ উত্তর দিলেন টাইগার শ্রফ
দিশার সঙ্গে সম্পর্ক থেকে সঙ্গম, ভক্তের প্রশ্নে সাফ উত্তর দিলেন টাইগার শ্রফ
- FB
- TW
- Linkdin
টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক সব থেকে বেশি সকলের নজর কেড়েছিল ২০১৯-এ। এক সময় একাধিকবার প্রকাশ্যে দেখা যেত তাঁদের।
কিন্তু কয়েকদিনের মধ্যেই এই সম্পর্কে ভাঙন ধরে। যদিও অনেকের কাছেই এখনও বিষয়টা স্পষ্ট নয়। কারণ এরপরও বেশ কয়েকবার টাইগারের সঙ্গে দিশাকে দেখা যায়।
টাইগারের ব্যক্তিগত জীবন নিয়ে এমনই হাজারও প্রশ্ন রয়েছে ভক্তদের মনে। একবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছিলেন টাইগার।
জানিয়েছিলেন, ভক্তরা তাঁকে যা ইচ্ছে তাই প্রশ্ন করতে পারেন। আর সেই সুযোগেই টাইগারকে এক ভক্ত প্রশ্ন করে বসেন দিশার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে কি না।
উত্তরে টাইগার বলেন, সেই যোগ্যতাই তাঁর নেই যে তিনি দিশার সঙ্গে ডেটিং করবেন। যদিও জ্যাকি শ্রফ অন্য কথাই জানিয়েছিলেন।
২৫ বছর পর্যন্ত কোনও মেয়ের সঙ্গে থাকতেন না টাইগার। তারপর তিনি খুঁজে পেয়েছেন মনের মানুষ, তাতে খুশি জ্যাকি শ্রফ।
এখানেই শেষ নয়, এক ভক্ত জানতে চেয়ে বসলেন, তিনি ভার্জিন কি না। উত্তরে টাইগার হেসে বলেছিলেন, এই লাইভ তাঁর মা-বাবাও দেখছেন।
যদিও বর্তমানে টাইটার শ্রদ্ধা কাপুরের দিকেই ঝুঁকে। বাঘি থ্রির প্রমোশনে তিনি জানিয়েছিলেন, শ্রদ্ধাকে তাঁর ছোট থেকেই ভালো লাগে।