- Home
- Entertainment
- Bollywood
- 'কুৎসিত মানেই তারা অভিনয় করতে পারে', নওয়াজ থেকে কঙ্গনা, তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে সোনম
'কুৎসিত মানেই তারা অভিনয় করতে পারে', নওয়াজ থেকে কঙ্গনা, তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে সোনম
- FB
- TW
- Linkdin
কফি উইথ করণে আসা মানেই কোনও না কোনও বিতর্ক উঠে আসবেই প্রতিটি এপিসোড থেকে। তেমনই সোনম যতবার এসেছেন ততবারই বিতর্কে উঠে এসেছে তাঁর নাম।
প্রথমেই এসে রণবীর কাপুরের বিষয় তিনি বলেছিলেন রণবীর কাপুর একজন ভাল বন্ধু হতে পারে কিন্তু তাঁকে প্রেমিক হিসেবে একেবারেই ভাল বলা যায় না।
কারণ এই বলিউড হিরো নাকি একেবারে মামাজ বয়। মা নীতু কাপুরের কথা ছাড়া এক পাও নড়ে না। এ কথা অবশ্য রণবীরের ঘনিষ্ঠ মহলও বলেছে, মায়ের পছন্দের মেয়েকেই নাকি বিয়ে করবেন তিনি।
রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকার সঙ্গে একই কাউচে বসে রণবীর কাপুর এবং অন্যান্য তারকাদের ব্যাপারে নানা মন্তব্য করেই, পরে আরও একটি সিজনে এসে দীপিকার বিষয় মন্তব্য করে বসেন তিনি।
দীপিকার পিআর টিম নাকি ওভারএনথুসিয়্যাজটিক। দীপিকা তাই জন্য নাকি জনপ্রিয়তার শীর্ষে উঠছেন এবং তাঁকে নিয়ে সারাক্ষণ খবর ছাপা হচ্ছে।
দীপিকার স্টাইল সেন্স তিনি বলেছিলেন দীপিকার নাকি নিজের কোনও ফ্যাশন সেন্স নেই। বাকিরা যা পরে, তাই নাকি তিনি পড়েন। নিজের ফ্যাশন সেন্স থাকাটা প্রয়োজন যা দীপিকার নেই।
একই এপিসোডে তিনি আরও এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন বলিউডের হাটকে অভিনেতাদের নিয়ে। তিনি জানান, যাঁরা খুব একটা দেখতে ভাল নয় তাঁরাই ভাল অভিনয় করতে পারেন।
"যাঁরা কুৎসিত তাঁরাই অভিনয় করতে পারে আর কেউ পারে না। নীরজা দেখারা পর সকলের মনে হয়েছিল আমিও অভিনয় করতে পারি। তাহলে কেন বারবার এটাই দেখানো হবে যে যাঁরা কুৎসিত তাঁরাই অভিনয় পারে।"
তিনি এই মন্তব্যের জেরে সরাসরি টার্গেট করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকিকে। এই মন্তব্যের পরই বিতর্ক সমস্ত সীমা ছাড়ায়। নেটিজেনের তোপে মুখে পড়েছিলেন সোনম।
নেটিজেনরা কমেন্টে লিখতে শুরু করেন, "প্রথমত তোমার জন্য নীরজা হিট হয়নি। জিম সর্বের অভিনয়ের জন্যই ছবিটার প্রশংসা করেছে সকলে। তাহলে কি ওনাকেও কুৎসিত বলবে তুমি।"
তাদের আরও দাবি, "সোনমের কথা তাহলে তো কঙ্গনা, আলিয়া, দীপিকা, প্রিয়াঙ্কা, নওয়াজ, রণবীর সকলেই কুৎসিত। কারণ প্রত্যেকেই অভিনয় পারে। আর এই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের দমে মানুষ টিকেছে, ফ্যাশনের দমে নয়। তোমার বলিউডে না এসে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত ছিল।"