উচ্চমাধ্যমিকের গণ্ডিও পার হননি এই তারকারা, বলিউডে আজ তাঁরা সুপারস্টার
অভিনয় জগতে পা রাখার স্বপ্ন দেখেন হাজার হাজার মানুষ। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় হাতে গোনা কয়েকজনের। হাজার ইচ্ছে, চেষ্টা ও সুযোগের পর ফেরে ভাগ্য। কিন্তু হাতে আসা একটা সুযোগকেও ফেরাতে নারাজ ছিলেন যাঁরা, তাঁরাই লড়ে নিজের জায়গা করে নিয়েছেন বি-টাউনে। কিন্তু পড়াশুনাটা আর হয়ে ওঠেনি।
| Published : Mar 19 2020, 01:50 PM IST / Updated: Mar 19 2020, 02:10 PM IST
উচ্চমাধ্যমিকের গণ্ডিও পার হননি এই তারকারা, বলিউডে আজ তাঁরা সুপারস্টার
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
অর্জুন কাপুরঃ সম্ভ্রান্ত পরিবারের সন্তান অর্জুন কাপুর। কিন্তু পড়াশুনার থেকেও বেশি ঝোঁক ছিল অভিনয়। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তিনি একটি বিষয় ফেল করেছিলেন।
210
সেখান থেকেই তিনি পড়াশুনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ছোট থেকে খুব মোটা ছিলেন। ওজন ছিল ১৪০ কেজি। শরীর তৈরিতেই বেশি মনযোগ দিয়েছিলেন তিনি।
310
ক্যাটরিনা কইফঃ হংকং-এর মেয়ে ক্যাটরিনা। বর্তমানে তিনি বি-টাউনের সুপারস্টার। তবে তাঁর মডেলিং ও অভিনয়ের কেরিয়ার শুরু হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে।
410
সেই পরিস্থিতিতেই আর পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়া হয়নি তাঁর। সেখান থেকেই শুরু অভিনয় কেরিয়ার।
510
করিশ্মা কাপুরঃ নব্বইয়ের দশকের সেরার সেরা অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা কইফ হলেন অন্যতম। তিনি অভিনয় শুরু করেছিলেন যখন তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়েন।
610
পুরোপুরি অভিনয়ের সঙ্গে যুক্ত হন ১৭ বছর বয়সে। ফলে আর পড়াশুনো করা হয়নি। তবে অভিনয় জগতে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।
710
কঙ্গনা রানাওয়াতঃ বর্তমানে কঙ্গনা রানওয়াত বলিউডের প্রথম সারির মুখ। কিন্তু উচ্চমাধ্যমিকে তিনি কেমিষ্ট্রিতে পাশ করতে পারেননি।
810
এরপর মেডিক্যাল নিয়ে পড়ার ইচ্ছে ছিল। কিন্তু অভিনয়ের জন্য তিনি বাড়ি ছেড়ে চলে আসেন। আর পড়াশুনা করা হয়নি।
910
কাজলঃ বাঙালি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন কাজল। খুব কম বয়সে তিনি অভিনয়ের সুযোগ পেয়ে যান।
1010
তারপর একে একে ছবি আসতে থাকায় আর তিনি পড়ে উঠতে পারেননি। স্কুল ছেড়েছিলেন অভিনয়ের জন্যই।