- Home
- Entertainment
- Bollywood
- রোজা থেকে সাজন, এসপি বালাসুভ্রামণিয়মের কালজয়ী গান, যা ছবির পরিচিতি হয়ে ওঠে
রোজা থেকে সাজন, এসপি বালাসুভ্রামণিয়মের কালজয়ী গান, যা ছবির পরিচিতি হয়ে ওঠে
- FB
- TW
- Linkdin
ইয়ে হাসি বাদিয়াঃ গানের জগতে এক ভিন্ন প্রভাব ফেলেছিল ছবি রোজা। সেই ছবিরই অনবদ্য গান ইয়ে হাসিবাদিয়া গায়ক এসপি বালাসুভ্রামণিয়মের গাওয়া।
পেহলা পেহলা পেয়ারঃ হাম আপকে হ্যায় কউন ছবির সেরার সেরা গান পেহলা পেহলা পেয়ার হ্যায়, যা গেলেছেন এসপি বালাসুভ্রামণিয়ম।
মেরে রঙ্গ মেঃ সলমন খানের সঙ্গে তাঁর যেন ছিল এক ভিন্ন সম্পর্ক, ম্যানে পেয়ার কিয়া ছবির এই গানেই প্রথম পরিচয় সলমনের।
তুমসে মিলনে কি তামান্নাঃ সাজন ছবির গান, ছবি মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে। এই গানও গেয়েছিলেন কিংবদন্তী গায়ক এসপি বালাসুভ্রামণিয়ম।
বহত পেয়ার করতে হ্যায়ঃ সাজন ছবির এই সুপার হিট গান গেয়েছিলেন এসপি বালাসুভ্রামণিয়ম। যা আজও হিটলিস্টের টপে।
রূপ সুহানা লাগতা হ্যায়ঃ দ্য জেন্টলম্যান ছবির গান রূপ সুহানা লাগতা হ্যায় গেয়ে নিজের গলার এক ভিন্ন দিক তুলে ধরেছিলেন তিনি।
ধিকতানা ধিকতানাঃ হাম আপকে হ্যায় কউন ছবির এই গান ধিকতানা ধিকতানা এক কথায় বলতে গেলে ঝড় তুলেধিল ভক্তমহলে।
চল্লিশ হাজার গান উপহার দিয়েছেন সিনেদুনিয়াকে। সেই অভিনেতার প্রয়াণের ভেঙে পড়ল বলিউড। শোকের ছায়া ভক্তমহলে।