- Home
- Entertainment
- Bollywood
- Urfi Javed Oops Moment: 'টিউব টপ' খুললেই বেরিয়ে আসত বক্ষযুগল, সামলে নিয়ে উদ্দাম নাচে মত্ত উরফি
Urfi Javed Oops Moment: 'টিউব টপ' খুললেই বেরিয়ে আসত বক্ষযুগল, সামলে নিয়ে উদ্দাম নাচে মত্ত উরফি
- FB
- TW
- Linkdin
সমালোচনা না করার কোনও সুযোগই দিতে চান না উরফি জাভেদ (Urfi Javed)। একের পর এক কর্মকান্ডে অনুাগীদের অবাক করে দিচ্ছেন উরফি জাভেদ। ট্রোলাররাও তার পিছু ছাড়তে নারাজ।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ (Urfi Javed)। যা দেখা মাত্রই চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। নোরা ফতেহির দিলবার গানের তালে উরফির শরীরী উদ্দামতায় পাগল হয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও।
'দিলবর' গানের তালে উদ্দাম নাচে মত্ত উরফি জাভেদ। আর একটু হলেই ঘটল বিপত্তি। নাচতে নাচতে খুলে যেতে থাকে উরফির টপ। কোনওরকম পোশাক সামলে নিয়ে ফের নাচতে শুরু করেন উরফি জাভেদ (Urfi Javed) ।
শরীরী হিল্লোলে উদ্দাম নেচে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন উরফি জাভেদ। নাচের ভিডিও পোস্ট করে ক্যাপশনে উরফি লেখেন, 'এগুলি হল টিউব টপ পরার ঝামেলা'। হু হু করে ভাইরাল হয়েছে উরফির (Urfi Javed) এই ভিডিও।
উরফি জাভেদের সাহসী ডান্স মুভস দেখা মাত্রই কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু তারপরেও থেমে না গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মেলে ধরেছেন উরফি জাভেদ (Urfi Javed)।
কালো প্যান্ট ও সোনালি রঙের টিউব টপ পরে দিলবর গানে ঝড় তুললেন উরফি জাভেদ। নোরার শরীরী হিল্লোলকে টেক্কা দিয়ে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন উরফি জাভেদ (Urfi Javed)।
উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ। যদিও উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)।
উরফির (Urfi Javed) এই ডান্স মুভস নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অনেকেই মন্তব্য করেছেন নোরা ফতেহির থেকেও ভাল নাচ করেছেন উরফি ।
পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ এটা যেন বলিউডের সমার্থক শব্দ। বিতর্কে থাকার জন্য যেন মুখিয়ে থাকেন বিগবস ওটিটি-র প্রতিযোগী। পোশাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই ট্রোলের শিকার হলেও এটাই বেশি পছন্দ উরফির (Urfi Javed)।
নেটদুনিয়ার হট সেনসেশন উরফিকে নিয়ে বিতর্কের শেষ নেই। ফের ইন্টারনেটে আগুন জ্বালালেন উরফি জাভেদ। কাটাছেড়া পোশাকে শরীর দেখাতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা এতদিনে সকলেরই প্রায় বোঝা হয়ে গেছে। এমনকী অদ্ভুত পোশাক পরে ট্রোলড হওয়াটাকেই যেন বেশি উপভোগ করেন উরফি। যদিও এটা নতুন কিছু নয়। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার প্রতি পাপারাৎজির এই অ্যাটেনশনকেই তাড়িয়ে উপভোগ করছেন উরফি জাভেদ।