'বাড়িতে বসে কে ড্রাগস নেয়', করণের NCB জেরার পর মুখ খুললেন ভিকি
First Published Dec 18, 2020, 10:17 PM IST
বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহারের বাড়িতে মাদক সেবন। এই অভিযোগ এনেছিল নেটিজেনরা। ২০১৯ সালে ২৮ জুলাইয়ের দিন হওয়া তাঁর বাড়ির পার্টিতে নাকি ড্রাগস নিয়েছিলেন বলিউডের একাধিক তারকারা। এই পার্টি থেকে একটি ভিডিও ভাইরাল হয় সেই সময়। যা করণ নিজেই আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দীপিকা, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, মালাইকা আরোরা খান সহ বাকিদের দেখে ড্রাগ নিয়েছিলেন বলেই মনে হয়েছিল নেটিজেনের। সেই ভিডিও নিয়ে এখন জল্পনা তুঙ্গে। বলিউডে থাবা বসিয়েছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। যার কারণে দীপিকা, শ্রদ্ধা, সারা, ভারতী সিং, অনেকেরই নাম উঠে এসেছে NCB-র জেরায়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন