- Home
- Entertainment
- Bollywood
- শ্রীদেবীর সঙ্গে প্রেম করছে বাবা, স্কুলে হাসি ঠাট্টার শিকার অর্জুন, কঠিন সময়ে মোনা
শ্রীদেবীর সঙ্গে প্রেম করছে বাবা, স্কুলে হাসি ঠাট্টার শিকার অর্জুন, কঠিন সময়ে মোনা
- FB
- TW
- Linkdin
একাধিকবার সাক্ষাৎকারে খোলসা করেছেন অর্জুন কাপুর, যে তিনি কোনও মতেই শ্রীদেবীকে মা হিসেবে মেনে নিতে পারেননি।
শ্রীদেবীর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ যেমনই হোক না কেন, ছোট বেসার ভয়াবহ স্মৃতি ভুলতে পারেননি অর্জুন। and Arjun never had a mother-son relationship nor did they share a cordial relationship.
তখন তিনি ও তাঁর বোন স্কুলে পড়তেন। বাবা বনি কাপুর তখন শ্রীদেবীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে উঠেছিল তাঁদের প্রেমপর্ব।
কিন্তু সেই আঁচ সন্তানদের ওপর কীভাবে আসবে তা হয়তো ভেবে দেখেননি বনি কাপুর। স্কুলে পা রাখতেই সকলের ব্যঙ্গের শিকার হতেন অর্জুন কাপুর। স্কুলে যেতে চাইতেন না তিনি।
মোনা কাপুরও সেই তালিকা থেকে বাদ ছিলেন না। কেন তিনি নিজের চেহারা ধরে রাখেন না, কেন তিনি পার্লারে যাননা, কেন তিনি নিজের যত্ন নেন না!
এমনই হাজারো প্রশ্ন ও পরামর্শে জেরবার ছিলেন তিনি। কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখার মত কিছুই বাকি ছিল না তখন।
কারণ শ্রীদেবী তখন অন্তঃসত্ত্বা। তাই তাঁদের মাঝখান থেকে সরে আসতে চেয়েছিলেন মোনা। তাই করেছিলেন। দুই সন্তানকে নিয়ে তিনি আলাদা থাকতে শুরু করেন ।
কঠিন সময় মায়ের সেই লড়াইয়ের সাক্ষী ছিলেন অর্জুন। তাই সেই দিনগুলো আজও অভিনেতাকে তারিয়ে নিয়ে বেড়ায়।