- Home
- Entertainment
- Bollywood
- রণবীরের প্রেমে মাতোয়ারা হয়ে 'আরকে' ট্যাটু আজও কি আছে, প্রশ্ন করতেই এ কেমন জবাব দিলেন দীপিকা
রণবীরের প্রেমে মাতোয়ারা হয়ে 'আরকে' ট্যাটু আজও কি আছে, প্রশ্ন করতেই এ কেমন জবাব দিলেন দীপিকা
- FB
- TW
- Linkdin
তারপরই দীপিকার অজান্তেই ক্যাটরিনার সঙ্গে প্রেমালাপ শুরু করে দিয়েছিলেন রণবীর। 'অজব প্রেম কি গজব কাহানি' থেকে শুরু হয় রণবীরের-ক্যাটের সম্পর্ক।
তার আগেই দীপিকার সঙ্গে রণবীরের ব্রেক আপের খবরে ভরে যায় খবরের পাতা। ব্রেক আপের পরই দীপিকার মানসিক অবসাদ নিয়ে জল্পনা তুঙ্গে।
কফি উইথ করণে এসে দীপিকা এও বলেন, রণবীরকে এক বাক্স কন্ডোম দেওয়া উচিত। রণবীর যে তাঁকে চিট করেছেন এ কথাও বহুবার বলেছিলেন সাক্ষাৎকারে।
সেই ঘটনার পর কাপুর পরিবারের সঙ্গে দূরত্বও বাড়তে থাকে দীপিকার। কখনও প্রয়াত অভিনেতা ঋষি কাপুর দীপিকার বিরুদ্ধে কথা বলেন তো কখনও রণবীর কাপুর।
এবার সকলের প্রশ্ন শুরু হয় আরকে ট্যাটু নিয়ে। সম্পর্কের তিক্ততা বাড়ছে, কিন্তু ট্যাটুটি ওড়াননি কেন দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক থাকাকালীনও তাঁর ঘাড়ে আরকে ট্যাটুটি বিরাজমান।
'ছপক' ছবির প্রচারের সময় ব্যাকলেস ব্লাউজে তাঁর ট্যাটু না দেখতে পেয়ে অবাক হয়েছিল ভক্তরা। পর পর প্রশ্নে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কোথায় গেল ট্যাটু।
কারও মতে, মেকআপে দিয়ে ঢেকেছেন ট্যাটুটি আবার কারও মতে ট্যাটুটি তুলে ফেলেছেন চিরকালের মত। বিষয়টি পাপারাৎজীরও নজরে আসে।
দীপিকাকে ছপকের সাংবাদিক বৈঠকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ট্যাটুটি উড়িয়ে দিয়েছেন। কারণ দিন কতক আগে একটি অনুষ্ঠানে তাঁর ঘাড়ে ট্যাটুটির চিহ্নও দেখা যায়নি।
এই প্রশ্নের পর দীপিকার ঠোঁটের কোনে কেবল এক চিলতে হাসি। কিছুতেই কোনও উত্তর দেওয়ার পাত্রী নন তিনি। বরং হাসার পর কেবল চোখ মেরেছিলেন সেই সাংবাদিকের দিকে তাকিয়ে।
এতে গসিপ বাডডল বই কমল না। এখন তিনি রণবীর সিংয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছেন ঠিকই, তবে আরকে ট্যাটু কি এখনও রয়েছে এই প্রশ্ন আজও ভাবায় নেটিজেনদের।