- Home
- Entertainment
- Bollywood
- নীতু কাপুরের বান্ধবীকে দেখে প্রেমে পড়েছিলেন রণবীর, নিজে মুখে স্বীকার করেন ক্যাসানোভা
নীতু কাপুরের বান্ধবীকে দেখে প্রেমে পড়েছিলেন রণবীর, নিজে মুখে স্বীকার করেন ক্যাসানোভা
- FB
- TW
- Linkdin
এই বিষয়টি শুনলেই অবশ্যই রণবীর ভক্তরা একেবারে রে রে করে উঠবে, তবে নিজের মায়ের বান্ধবীদের প্রতিও নজর গিয়েছে তাঁর।
প্রেম, ভালবাসা, ভাললাগায় কোনও বয়সের বাধা নেই, এ কথা মন প্রাণ থেকে বিশ্বাস করেন রণবীর কাপুর।
তাই নিজের মায়ের সুন্দরী, হট বান্ধবীদের মা থেকে পা পর্যন্ত দেখতে পিছপা হন না অভিনেতা।
এ কথা নিজেই তিনি স্বীকার করেছিলেন বলিউডের জনপ্রিয় বিতর্কিত সেলেব্রিটি টক শো কফি উইথ করণে এসে।
সিজন ৫-এর একটি পর্বে বিশেষ অতিথির আসনে ছিলেন রণবীর সহ রণবীর সিং। সেই পর্বেই একটি খেলার সময় এ কথা জানান রণবীর।
করণ জোহার প্রশ্ন ছুঁড়বেন এবং তাঁদের মাঝখানে বসে থাকা অর্জুন কাপুরের গালে কিস করে প্রশ্নের জবাব দিতে হবে।
মুখে কোনও আওয়াজ করা যাবে না। প্রশ্নের উত্তর হ্যাঁ হলে অর্জুনের গালে কিস করতে হবে। করণ জোহার প্রশ্ন করেন মায়ের কোনও বন্ধুকে দেখে ফ্যান্টাসাইজ করেছেন কিনা।
নিমেষের মধ্যে অর্জুনের গালে দু'দিক থেকে কিস এসে পড়ল। নীতু কাপুরের কোন বান্ধবীকে দেখে এমন চিন্তা এসেছিল রণবীরের, তা অবশ্য জানা যায়নি।