কার্যসিদ্ধি করতে কেবল হাতাহাতি, হুমকি, সলমনের জীবন সর্বদাই বিতর্কের তুঙ্গে
First Published Dec 27, 2020, 2:48 PM IST
কার্যসিদ্ধি করার জন্য কারও গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করেন না তিনি। চোখ রাঙিয়ে কথা বলাই একমাত্র কাজ। প্রেমিকাদের হাতের মুঠোয় রাখেন শারীরিক অত্যাচার করে। হুমকি দিয়েই চলতে থাকে তাঁর জীবন। অসংখ্য মানুষের কাছে সলমন খানের চারিত্রিক বৈশিষ্ট্য গুলি হল এই। টক্সিক শব্দটি যেন ওতোপ্রতভাবে জড়িয়ে সলমনের নাম। নিন্দুকদের মতে সলমন এমনই এক পুরুষ যে স্বার্থপর। আজ তাঁর জন্মদিনে সেই টক্সিক ঘটনাগুলির প্রসঙ্গ উঠে আসে বারবার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন