- Home
- Entertainment
- Bollywood
- ফাঁকা বাড়িতে প্রেমিকার সঙ্গে 'Romance', বাবার হাতে ধরা পড়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সলমনের
ফাঁকা বাড়িতে প্রেমিকার সঙ্গে 'Romance', বাবার হাতে ধরা পড়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সলমনের
- FB
- TW
- Linkdin
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে সলমন খানের । নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান। তাকে নিয়ে জল্পনা তুঙ্গে।
ডেটিং ,সম্পর্ক, বিচ্ছেদ,সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে সলমন খান। বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম সলমন। তার প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়।
ঐশ্বর্য ছাড়া ক্য়াটরিনা কাইফ, সংগীতা বিজলানি, সোমি আলি, লুলিয়া ভান্তুরের মতো তাবড় তাবড় বলি অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন।
সম্প্রতি সলমনের অতীতের কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় টিভি শো দশ কা দমের সেটে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছিলেন সলমন, যা শুনে সকলেই হতবাক হয়েছিলেন।
নস্টালজিয়ায় ডুবে সলমন জানিয়েছিলেন, একবার প্রাক্তন বান্ধবীর বাড়িতে দেখা করতে গিয়েই আচমকাই প্রেমিকার বাবা বাড়ির ভিতরে চলে আসে।
বাবা-মা হঠাৎ ফিরে আসায় তার লুকানো ছাড়া আর কোনও উপায় ছিল না। শেষমেষ আলমারিতে লুকিয়ে ছিলেন সলমন।
কিন্তু ভিতরের ধুলো থাকায় সলমন নিজেকে সামলাতে পারেননি এবং খুব জোরে হাঁচি দিয়েছিলেন। হাঁচি দিতেই হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন সলমন।
যদিও প্রেমিকার বাবা সলমনকে পছন্দ করেছিলেন বলে সেবার খুব জোর বেঁচে গিয়েছিলেন অভিনেতা।
তবে এইরকম অভিজ্ঞতা সলমনের আগেও হয়েছে। স্কুলে পড়াকালীনও এক শিক্ষিকাকে ক্রাশ খেতেন সলমন। সেকথাও তিনি স্বীকার করেছিলেন।