- Home
- Entertainment
- Bollywood
- কঙ্গনার ইংরেজি খারাপ, সোনম ও করণ নাক শিঁটকিয়ে ঠাট্টা করেছিলেন কফি উইথ করণ-এ
কঙ্গনার ইংরেজি খারাপ, সোনম ও করণ নাক শিঁটকিয়ে ঠাট্টা করেছিলেন কফি উইথ করণ-এ
- FB
- TW
- Linkdin
কফি উইথ করণ এমনই একটি অনুষ্ঠান, যেখানে তারকারা এসে অন্যান্য তারকাদের বিষয় মন্তব্য করেন।
অনেকে আবার না কোনও মন্তব্য না করতে চাইলেও করণের প্রশ্ন এমন ভাবেই সাজানো থাকে যে তাঁরা না চাইলেও মন্তব্য করে ফেলেন।
কফি উইথ করণে বহু বছর আগে সোনম কাপুর এবং দীপিকা পাডুকোন প্রথমবার এসেছিলেন।
বলিউডে দীপিকা ডেবিউ করেছিলেন ওম শআন্তি ওমের হাত ধরে এবং সোনম সাওয়ারিয়ার মাধ্যমে।
তারপরই কিছু ছবির পরই করণের অনুষ্ঠানে আমন্ত্রিত হন তাঁরা। সেখানেই কঙ্গনা রনাওয়াতের বিরুদ্ধে কুমন্তব্য করে বসেন সোনম।
কঙ্গনার ইংরেজি সেই সময় তেমন ভাল না হওয়ায় করণ খানিক ইচ্ছাকৃত এই সংক্রান্ত প্রশ্ন করে বসেন সোনমকে।
তিনি জিজ্ঞেস করেন, "তোমায় যদি বলা হয় কাউকে ইংরেজি সঠিকভাবে বলার ক্ষমতা দিতে, তাহলে কাকে দেবেন।"
প্রথমদিকে সোনম হেসে ফেলে বলেন, তাঁর পক্ষে কারও নাম নেও সম্ভব নয়। তবুও করণ তাঁকে জোর করেন।
তারপরই সোনম, কঙ্গনার নাম নিয়ে বসেন। যার কারণ বহু বছর পর কঙ্গনা প্রথমবার কফি উইথ করণে এসে করণকে অপদস্ত করেন।
তিনি বলেন, "এই কাউচে তুমি আমায় নিয়ে মজা করেছ। আমি সেসব ভুলিনি। আমার ইংরেজি নিয়ে ঠাট্টা করেছ।"