- Home
- Entertainment
- Bollywood
- লিভ-ইনের সহবাসেই কি চরম সুখ খুঁজছেন সুস্মিতা, কেন বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন প্রাক্তন বিশ্বসুন্দরী
লিভ-ইনের সহবাসেই কি চরম সুখ খুঁজছেন সুস্মিতা, কেন বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন প্রাক্তন বিশ্বসুন্দরী
- FB
- TW
- Linkdin
চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সুস্মিতা।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় রয়েছেন তিনি। দীর্ঘ ২ বছর ধরেই নিজের চেয়ে বয়সে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুস্মিতা।
সম্পর্ককে কখনও লুকিয়ে রাখেননি সুস্মিতা। সহবাস থেকে লিভ-ইন, সন্তানদের নিয়েই প্রেমিকের সঙ্গে এক ছাদের তলায় রয়েছেন সুস্মিতা ও রহমান।
কবে বিয়ে করছেন লাভবার্ডস, সেই নিয়েই সরগরম পেজ থ্রি-র পাতা। বারংবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে খানিক অস্বস্তি প্রকাশ করেছেন রহমান।
সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, সুস্মিতা এবং রহমান বিয়ের সিদ্ধান্ত নিলে তিনি সকলের সঙ্গে তা শেয়ার করে নেবেন। ভবিষ্যতে কী হবে তা ভেবে মন খারাপ করতে রাজি নন রহমান।
মুম্বইতে থাকতে থাকতেই বছর দুয়েকের মধ্যে সুস্মিতার সঙ্গে পরিচয় হয় রহমানের। তারপরেই বাড়তে থাকে দুজনের ঘনিষ্ঠতা।
একে অপরের সঙ্গে ডেট করার কিছুদিন পর থেকেই লিভ-ইন শুরু করেন এই কাপল।
বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন রহমান।
রিবারের সমর্থন পেয়েই নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং মা -বাবার পূর্ণ সমর্থনেই তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি ৪৫ -এর অভিনেত্রী। আপাতত প্রেমের আস্বাদটাই চুটিয়ে উপভোগ করছেন সুস্মিতা।