বরুণ ধাওয়ানের বিয়ের আসর, নিমন্ত্রণ পত্র পেলেন বলিউডের কোন সুপারস্টারেরা
- FB
- TW
- Linkdin
নতুন প্রজন্মের সুপারস্টার বরুণ ধাওয়ান। এক কথায় বলতে গেলে তাঁর নিজের পরিচিতি ও জনপ্রিয়তার জেরেই উপচে পড়বে বলিউড।
তার ওপর রয়েছে ডেভিড ধাওয়ানের নাম। যার ফলে বরুণের বিয়েতে যে তারকাদের ঢল নামতে চলেছে, তা আর আলাদা করে বলার ওপেক্ষা রাখে না।
দীর্ঘদিনের সম্পর্ক নাতাশার সঙ্গে। এবার সাত পাকে বাধা পড়তে চলেছে বরুণ ধাওয়ান। ২৪ জানুয়াারি ২০২১ বসবে বিয়ের আসর।
সেই আসরেই নিমন্ত্রণ পেলেন বলিউডের বাঘা বাঘা তারকারা। বর্তমানে করোনার জেরে বিপুল সংখ্যক মানুষকে নিমন্ত্রণ করার যে নিষেধাজ্ঞা ছিল তা মেনেই চলা হচ্ছে।
সতর্কতা মেনে চলতে হবে। সেই দিকে নজর দিয়েই সাজিয়ে তোলা হচ্ছে বিয়ের আসর। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডাক পেলেন শাহরুখ খান। ডাক পেলেন সলমন খানও।
আলিবাগে বসবে বিয়ের আসর। সর্বোচ্চ ৫০ জনকে ডাকা যাবে অনুষ্ঠানে। সেই দিকে নজর দিয়েই হাচে গুণে বলিউড সুপারস্টারেদের নিমন্ত্রণ করছেন বরুণ ধাওয়ান।
সলমন খান বরাবরই ধাওয়ান পরিবারের খুব কাছের। সেই সূত্রে নিমন্ত্রণ পেয়েছেন সলমন খান। একই ভাবে ডাক পেলেন শাহরুখ খান।
করণ জোহার এক কথায় বলতে গেলে বরুণের মেন্টর, সেই হিসেবে করণ জোহারের নিমন্ত্রণ তো থাকবেই।