- Home
- Entertainment
- Bollywood
- ২২ ঘন্টা জার্নি করে, ৩ টে ফ্লাইট পাল্টে কেন দীপিকা ছুঁটে ছিলেন সুশান্তের ছবিতে আইটেম ডান্স করতে
২২ ঘন্টা জার্নি করে, ৩ টে ফ্লাইট পাল্টে কেন দীপিকা ছুঁটে ছিলেন সুশান্তের ছবিতে আইটেম ডান্স করতে
- FB
- TW
- Linkdin
কৃতি স্যানন ও সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি রাবতা। সেভাবে বক্স অফিসে সাফল্য দেয়নি। তবে এই ছবির গান ব্লকবাস্টার।
এই ছবির গানের মধ্যে রাবতা টাইটেল গানটি সকলের মন ছুঁয়েছিল এক পলকেই। যেখানে অতিথি শিল্পী ছিলেন দীপিকা পাড়ুকোন।
সাধারণত তাঁকে কোনও আইটেম গানে দেখা যায় না। একটি মাত্র ছবি, যেখানে তিনি অভিনয় না করেও আইটেম গানে নেচেছিলেন।
শুধু তাই না, এই গানে শ্যুটের জন্য দীপিকা রীতিমত টানা ২২ ঘণ্টা ট্রাভেল করেছিলেন।
পাল্টেছিলেন একের পর এক ফ্লাইট। মোট তিনটি ফ্লাইট পাল্টে তিনি পৌঁছে গিয়েছিলেন স্পটে।
মাত্র এক রাতে রিহারসাল করে তিনি শ্যুট শেষ করেছিলেন। কারণ ছিল একটাই, তবে তা পারিশ্রমিক নয়।
ছবির পরিচালক দীনেশ ভিজান, তিনি দীপিকার সঙ্গে লাভ আজ-কাল ছবিতে কাজ করেছেন, করেছেন ককটেইল ছবিটিও।
দীনেশ দীপিকার খুব ভালো বন্ধু। তাই দীনেশের ডাকে সাড়া না দিয়ে পারেননি তিনি। রাবতা দীনেশের ছবি।
সেই কারণেই বিশেষ অনুরোধে এই গানটি শ্যুট করেছিলেন দীপিকা। যা মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল।
এই গান আজও নেট দুনিয়ায় ভাইরাল। দীপিকার হটলুক ও সুরের পার্ফেক্ট ব্যালেন্সই ছিল এই গানের ইউএসপি।
বর্তমানে দীপিকা পাল্টেছে ছবির ঘরানা ও চিত্রনাট্যের ধাঁচ। যদিও সুশান্তের কেরিয়ারে এই গান আজও ভক্তমনে সেরা হয়েই রয়েছে।
নির্বাচনের খবর এবার হাতের মুঠোয়।