- Home
- Entertainment
- Bollywood
- 'শাহরুখকে কাছে পেলে চড় মারতাম', ঐশ্বর্যকে নিয়ে কুমন্তব্য ঘিরে বিস্ফোরক জয়া
'শাহরুখকে কাছে পেলে চড় মারতাম', ঐশ্বর্যকে নিয়ে কুমন্তব্য ঘিরে বিস্ফোরক জয়া
বরাবরই জয়া বচ্চন প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে ভাইরাল হয়ে ওঠেন। কখনও তারঁ নিশানাতে থাকে সেলেব মহল, কখনও আবার তাঁর নিশানা হয়ে দাঁড়ায় মিডিয়া। সেই তালিকা থেকে বাদ ছিলেন না তাঁর প্রিয় পাত্র শাহরুখ খানও।
| Published : Sep 25 2020, 01:31 AM IST / Updated: Sep 25 2020, 01:47 AM IST
- FB
- TW
- Linkdin
বরাবরই শাহরুখ খান জয়া বচ্চনের প্রিয় পাত্র। একাধিকবার প্রকাশ্যে এমনই মন্তব্য করেছেন বচ্চন বধু।
তবে একবার সেই সমীকরণ পাল্টে গিয়েছিল। প্রকাশ্যেই শাহরুখ খানকে চড় মারার কথা বলেছিলেন জয়া বচ্চন।
ঘটনা ঠিক কী ঘটেছিল, একবার জয়ার কানে আসে শাহরুখ খান ঐশ্বর্যকে নিয়ে প্রকাশ্যে একাধিক কুমন্তব্য করেছেন।
যা পছন্দ হয়নি জয়ার। তিনি বলেন, ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে এমন কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ।
কিন্তু এই ঘটনা যদি তাঁর বাড়িতে ঘটত, তবে তিনি শাহরুখকে সামনে পেলে চ়ড় মাড়তেন মুহূর্তে।
এরপরই উঠে আসে এক ভিন্ন তথ্য। শাহরুখ খান এমন কোন কথাই নাকি বলেননি ঐশ্বর্যের নামে, যা তাঁকে অসম্মান করা হয়।
জয়া বচ্চন তখন নিজের কথা ফিরিয়ে নিয়ে বলেন, তিনি এই নিয়ে কথা বলতে চান শাহরুখের সঙ্গে। জানতে চান সত্যিটা ঠিক কী।
সঙ্গে জয়া আরও বলেন, যে শাহরুখ খানকে বরাবরই তিনি নিজের ছেলের মত ভালোবেসে এসেছেন, সেখানে কোথাও খামতি থাকনি।