- Home
- Entertainment
- Bollywood
- বলিউডে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান থেকে কি ব্রাত্য অজয়, কেন কোনও মঞ্চেই সেভাবে থাকেন না অভিনেতা
বলিউডে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান থেকে কি ব্রাত্য অজয়, কেন কোনও মঞ্চেই সেভাবে থাকেন না অভিনেতা
- FB
- TW
- Linkdin
বলিউডে পা রাখার পরেই অজয় দেবগন হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলেন এই সফর খুব একটা সুবিধার হবে না। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
ঠিক হয়েছিল তেমনটা। সংজ্ঞা বলতে যা বোঝায় তা নাকি অজয় দেবগন নন। পেতে চুল আঁচড়ানো, গায়ের রং কালো কিভাবে হতে পারে হিরো।
এমনই প্রশ্নের সম্মুখিন হতে হয়েছিল অজয় দেবগন কে বারে বারে। তবু পিছু পা হননি তিনি। আশ্রয় করেছিলে নিজের অভিনয় দক্ষতা কে।
সেই থেকে বলিউডের সঙ্গে তার যেন এক অন্য সম্পর্ক। প্রতিটা মুহূর্তেই সুপারস্টারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সামনে আসতেন নয়া লুকে।
আর প্রতিবারই ছবি হয়ে উঠতে সুপারহিট। অ্যাকশনই হোক বা রোমান্টিক ফাটাফাটি উপস্থাপনাটি হিট ছবি।
বর্তমানে তিনি বলিউডের অন্যতম স্তম্ভ। বলিউড গ্রহণ করে নিলেও ভয়াবহ অতীতকে ভোলেননি অজয়।
সেই সূত্রেই বলিউডের তুলে দেবা পুরস্কার তার মনে হয় ফেক। এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন অজয় দেবগন। কখনো তাকে কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় না।
কেন এমন প্রশ্ন করাতেই সাপ উত্তর দিলেন অজয় দেবগন। বললেন তিনি মনে করেন না বলিউডে দেওয়া পুরস্কারগুলো সঠিক।
আর ঠিক সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না। যদিও জাতীয় পুরস্কার সম্পর্কিত ধারণা অন্য।
দুবার জাতীয় পুরষ্কার পেয়েছেন অজয় দেবগন। অজয় দেবগন প্রথমবার সেই পুরস্কার নিতে যেতে পারেননি। তবে দ্বিতীয় নিয়েছিলেন।