ঠিক হয়ে গিয়েছিল বিয়ে, পাঁচ দিন আগে তা ক্যানসেল করে কেন আজও ব্যাচেলর সলমন
- FB
- TW
- Linkdin
সলমন খান ও ঐশ্বর্যের সম্পর্কের গুঞ্জণ প্রকাশ্যে আসার আগেই বিয়ে স্থির হয়েছিল সলমন খানের।
অনেকেই জেনে গিয়েছিলেন সেই খবর। কার্ড ও ছাপা হয়ে গিয়েছিল। এমনই সময় বিয়ের ঠিক দিন পাঁচেক আগে তা ক্যানসেল করে দিয়েছিলেন সলমন খান।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সলমন, প্রকাশ্যে জানিয়েছিলেন, তাঁর বিয়ে করার মুড নেই। এতেই বাড়ে জল্পনা।
সলমন তাঁর কাছের বন্ধু সাজিদ নাদিওয়ালাকে বলেছিলেন, তিনি বিয়ে করতে চান, কিন্তু একটা ভালো দিন দরকার।
এরপরই তাঁর মাথায় এসেছিল সামনেই সেলিমের জন্মদিন। সেই দিনই তিনি বিয়ে করেন।
কিন্তু এর কয়েকদিন আগে কেন বেঁকে বসেছিলেন সলমন! জল্পনা বাড়িয়ে ছিল সলমনের আগামী ছবি হাম দিল দে চুকে চুকে সনম।
ততদিনে সলমনের জীবনে প্রবেশ করেছিলেন ঐশ্বর্য। সেই জন্যই কি তবে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি!
এমন কি সাজিদ খোলসা করেন যে, তাঁর বিয়ের পার্টিতে এসে সলমন সাজিদকে উপদেশ দিয়েছিলেন, বাইরে একটা গাড়ি আছে, সেটা চরে ভেগে যাও।