করোনার কোপ পারিশ্রমিকে, এই কারণের জন্যই কি এতটা দর কমালেন সলমন
- FB
- TW
- Linkdin
আগামী ২০ সেপ্টেম্বর থেকেই বিগ বস ১৪-এর নতুন সিজন শুরু হতে চলেছে। ফের ধামাকাদার শো নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান।
লকডাউন শুরু হতেই পানভেলের ফার্মহাউসে রয়েছেন সলমন। সেখান থেকেই একের পর ভিডিও শেয়ার করে বিনোদনের রসদ জোগাচ্ছেন ভাইজান।
জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে দর্শকদের উত্তেজনা সবসময়েই তুঙ্গে। নতুন পর্বের এপিসোড নিয়েও আলোচনা চলছে জোরকদমে।
সম্প্রতি ভাইজানের জনপ্রিয় শো নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, যা নিয়ে উত্তাল হয়েছে নেটিজেনরা। সূত্র থেকে জানা গেছে,করোনার কোপে পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন ভাইজান, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি ভাইজানের জনপ্রিয় শো নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, যা নিয়ে উত্তাল হয়েছে নেটিজেনরা। সূত্র থেকে জানা গেছে,করোনার কোপে পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন ভাইজান, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
তবে সূত্র থেকে শোনা যাচ্ছে করোনার কোপ এবার পড়েছে সলমনের পারিশ্রমিকে। কারণ ব্যবসার মন্দার জন্য চ্যানেল কর্তৃপক্ষ সলমনের কাছে পারিশ্রমিক কমানোর আবেদন রেখেছে।
সূত্র থেকে শোনা যাচ্ছে, ভাইজান এবার থেকে সপ্তাহ পিছু ৯ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। তবে এই পারিশ্রমিক দু-তিন বছর আগের সিজনে পেতেন সলমন।
সূত্র থেকে শোনা যাচ্ছে, ভাইজান এবার থেকে সপ্তাহ পিছু ৯ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। তবে এই পারিশ্রমিক দু-তিন বছর আগের সিজনে পেতেন সলমন।
করোনা ভাইরাসের কথা মাথায় রেখেই নিমার্তা নতুন এপিসোডের প্রস্তুতি শুরু করেছেন।সূত্র থেকে জানা গেছে, এবার বিগ বসে যা ঘটতে চলেছে তা আগে কখনও ঘটে নি। এই বছর করোনার জেরে কোনওরকম ঝুঁকি নিতে চান না সলমন।
এই বছরের শো-য়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্যবিধি। হাইজিন মানার ক্ষেত্রে আপস করলে তার কোপ পড়তে পারে পারিশ্রমিকেও।
এছাড়াও পনেরো সপ্তাহ বিগ বসের ঘরে থাকতে হয় প্রতিযোগীদের। কিন্তু মহামারীর কারণে সেই দিন এবার কমতেও পারে।
বিগবসের ঘরে নয়, বরং সলমনের ফার্ম হাউসেই তিনি অনুষ্ঠানটির হোস্ট করতে চলেছেন। এবার প্রতিযোগীদের ঘরের মধ্যে নয়, বরং নিজের ঘরে থেকেই শুটিং করবেন ভাইজান। আরও জানা গেছে, সলমন এবার মঞ্চে এসে 'উইকেন্ড কা ভার' পর্বেরও শুটিং করবেন না। কারণ করোনার কারণেই তা করা সম্ভব হবে না। মহামারী সঙ্কটে তিনি নিজেই তার অংশের শুটিং ফার্মহাউসে করবেন বলে জানিয়েছেন।